ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একদিন সারাবিশ্বে উদাহরণ হবেন শেখ হাসিনা ॥ হাসান মাহমুদ

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ জানুয়ারি ২০১৬

একদিন সারাবিশ্বে উদাহরণ হবেন শেখ হাসিনা ॥ হাসান মাহমুদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছে তা ইতোমধ্যেই সমগ্র বিশ্বকে হতবাক করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার নির্বাচিত করা হলে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের জন্য সারাবিশ্ব তাঁকে উদাহরণ হিসেবে অনুসরণ করবে। চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, বাংলাদেশ এখন অদম্য গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে অর্থনীতির স্থবির চাকা ধাবমান চাকায় পরিণত হয়েছে। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি রফতানিকারক দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, আধুনিক সমৃদ্ধ মালয়েশিয়ার জনক হিসেবে বিশ্ব এখন মাহাথির মোহাম্মদের উদাহরণ দিয়ে থাকে। একইভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য উদাহরণ হবেন শেখ হাসিনা। চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা। বাজিতপুরে ছেলের হাতে মা খুন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ জেলার বাজিতপুরে পারিবারিক কলহের জেরে পাষ- ছেলে সমস্ত বানু (৭০) নামে এক বৃদ্ধা মাতাকে জবাই করে হত্যা করেছে। এ ঘটনার পর ঘাতক জালাল উদ্দিন পালিয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দিলালপুর ইউনিয়নের দাঁড়িয়াকান্দা গ্রামে এ হত্যাকা-টি ঘটে। জানা গেছে, সাংসারিক দায়-দায়িত্ব সঠিকভাবে পালন না করায় স্ত্রীর সঙ্গে জালাল উদ্দিনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। অভাবের সংসারে এরূপ ঝগড়ার প্রতিবাদ করতেন মা সমস্ত বানু। কুড়িগ্রামে তিন বান্ধবী ধর্ষিত ॥ আটক ৩ প্রেমের ফাঁদ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের কলেজপাড়া এলাকার কিশোরী তিন বান্ধবী ধর্ষণের শিকার হয়েছে। মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টসকর্মী রাজিব, আবু বক্কর ও মিজানুর রহমান তিন কিশোরীকে ডেকে মাধবেরচরে নিয়ে যায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে ধর্ষিতার পিতা এমদাদুল বাদী হয়ে রাজীবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সোমবার বিকেলে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষিতাদের জবানব›ীদ রেকর্ড করা হয়। সৈয়দপুরে ভ্যানচালক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে রিক্সাভ্যান চালক জিয়ারুল হক হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম ওই আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেনÑ উপজেলার শ্বাসকান্দ গ্রামের আব্দুল কাদের (৩০) ও বোতলাগাড়ি বালাপাড়া গ্রামের গোলজার হোসেন (৩৫)। এদের মধ্যে গোলজার হোসেন পলাতক রয়েছেন। একই মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। নওগাঁয় অস্ত্র মামলায় যুবকের নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, নওগাঁয় অবৈধভাবে ৩টি বিদেশী পিস্তল ও গুলি রাখার দায়ে হোসেন আলী ম-ল নামে একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নওগাঁর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি হোসেন আলী মণ্ডল (৪২) নওগাঁ সদর উপজেলার শালুকা মণ্ডলপাড়া গ্রামের মছির উদ্দীন ম-লের পুত্র।
×