ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীতে বাড়ছে রোগ ॥ তিন শ’ শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৪:২৮, ২৭ জানুয়ারি ২০১৬

শীতে বাড়ছে রোগ ॥ তিন শ’ শিশু হাসপাতালে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ তীব্র শীতে বাগেরহাটে নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, ডায়রিয়ায়সহ শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত ৬ দিনে জেলায় তিন শতাধিক শিশু ও বৃদ্ধ হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৭ শিশু বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়। প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঠা-া আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। জানা গেছে, প্রচ- শীতের কারণে জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তীব্র শীতের কারণে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে রোগীর উপচেপড়া ভীড় দেখা যায়, সর্দি-কাশি, জ্বর ও ঠা-াজনিত শ্বাসকষ্টের কারণেই বেশির ভাগ শিশু চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকেরা জানান, অসুস্থ শিশুদের নিয়ে তারা উদ্বিগ্ন। বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র ম-ল বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তীব্র শীত ও আবহওয়া পরিবর্তনের কারণে শিশুরা ভাইরাসে আক্রান্ত হয়। এ সময় শিশুদের নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে শিশুদের এ ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। শাহজাদপুর সমাজ সেবা কর্মকর্তার পদ শূন্য ৬ বছর সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ), ২৬ জানুয়ারি ॥ শাহজাদপুরে ৬ বছর ধরে সমাজসেবা অফিসার না থাকায় এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে। জেলা সমাজসেবা অধিদফতরের ডিডি মোস্তফা কামাল শাহজাদপুর সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করায় বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকেই। জানা গেছে, ২০০৯ সালে শাহজাদপুর সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান জুয়েল ‘সুমন’ হত্যা মামলায় গ্রেফতার হন। ওই সময় তাকে বরখাস্ত করা হয়। এরপর থেকে শাহজাদপুর সমাজসেবা কর্মকর্তার পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে প্রায় অর্ধযুগ সময় অতিবাহিত হলেও সমাজসেবা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। অপরদিকে, ভুক্তভোগীরা জানিয়েছেন, ‘সরকার ঘোষিত সুবিধাবঞ্চিত হতদরিদ্রদের কর্মসূচীর আওতাভুক্ত প্রতিবন্ধী , বিধবা ও বয়স্ক ভাতা কার্ড প্রাপ্তির জন্য অনেকে দূর থেকে ওই অফিসে এলেও সমাজসেবা কর্মকর্তা না থাকায় বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
×