ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আইপিএল-পিএসএল

ইনজুরিতে খেলতে পারবেন না মুস্তাফিজ

প্রকাশিত: ০৪:১৮, ২৭ জানুয়ারি ২০১৬

ইনজুরিতে খেলতে পারবেন না মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগে (পিএসএল টি২০) বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না তা আগেই জানা গেছে। এখন বোঝা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল টি২০) খেলতে পারবেন না মুস্তাফিজ। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দেবে না। মঙ্গলবার বেক্সিমকো কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। বলেন, ‘জিম্বাবুইয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে বাঁ কাঁধে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বর্তমানে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তার খেলা হবে না। বিসিবি থেকে দেয়া হবে না অনাপত্তি পত্র। যদি সে ফিট হয় তাহলে এশিয়া কাপে খেলবে। যদি ফিট না হয় বিশ্বকাপের আগে ফিট হয়, বিশ্বকাপ খেলবে। দেশের বাইরে ঘরোয়া কোন লীগে খেলার কোন অপশন আপাতত নেই।’ অথচ আইপিএল হবে টি২০ ক্রিকেট বিশ্বকাপের পরে। ফেব্রুয়ারির শুরুতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লীগ। টি২০ বিশ্বকাপের পর শুরু হবে আইপিএল। সম্প্রতি আইপিএলে খেলোয়াড়দের ভিত্তিমূল্য প্রকাশ করা হয়। যেখানে আছেন মুস্তাফিজ। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ টাকা। বিশাল অর্থ। অথচ এ অর্থে হাতছানি দিতে পারছেন না মুস্তাফিজ। এমন খবরে স্বাভাবিকভাবেই হতাশ মুস্তাফিজ ভক্তরা। অভিষেকের পর বল হাতে দুর্দান্ত কাটার আর সুইংয়ের অপূর্ব মিশেলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাবু করে ছেড়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের এই রতœ বিদেশের ঘরোয়া লীগগুলোতেও আলো ছড়াক, এটাই সবার প্রত্যাশা। কিন্তু ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায় তা আর হচ্ছে না। বিসিবি সভাপতির আগে যখন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মুস্তাফিজ অনাপত্তিপত্র পাবে, তখন আশা জাগে। কিন্তু সেই আশা এখন ভেস্তে যাচ্ছে। জালাল ইউনুস বলেছিলেন, ‘যেহেতু টি২০ বিশ্বকাপের পরে আইপিএল অনুষ্ঠিত হবে, তাতে মুস্তাফিজকে বোর্ডের পক্ষ থেকে কোনরকম বাধা দেয়া হবে না। সে যদি পুরোপুরি ফিট থাকে আইপিএলের আসরে খেলতে তার কোন অসুবিধা হবে না।’ শুধু তাই নয়, আইপিএলে খেলাটা মুস্তাফিজ ও বাংলাদেশ দলের জন্য ইতিবাচক মনে করেছিলেন জালাল ইউনুস, ‘বর্তমান ক্রিকেটে তার অভিজ্ঞতার প্রয়োজন। আইপিএলের আসরে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ থাকে। সাকিব আল হাসানের মতো মুস্তাফিজও সেখানে খেললে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাই কোন দল তাকে নিতে চাইলে অবশ্যই তার সেখানে খেলা উচিত।’
×