ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর শোক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরুল ইসলাম আর নেই

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর শোক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ  সহচর নূরুল  ইসলাম আর নেই

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম আর নেই। গত ২২ জানুয়ারি রাত ৮টায় রাজধানীর রায়েরবাজারের মিতালী রোডের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২৩ জানুয়ারি বাদ জোহর চাঁদপুর জেলার হাজীগঞ্জের নিজ গ্রামে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। আওয়ামী লীগের এই নেতা ছিলেন অবিবাহিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নূরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের পর দলে দ্বিধাবিভক্তি দেখা দিলে আওয়ামী লীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পান নূরুল ইসলাম। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালী জাতির স্বাধিকার-স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সময়ে সাংগঠনিক দায়িত্ব পালন করার সময় নূরুল ইসলাম হাতে পোস্টার লিখে রাজপথে হয়ে ওঠেন পোস্টার নূরুল ইসলাম। প্রধানমন্ত্রী বলেন, নূরুল ইসলাম এটেম্পট টু মার্ডার মোনায়েম খান মামলার ১ নম্বর আসামি ছিলেন। যে মামলায় বঙ্গবন্ধু ছিলেন ২ নম্বর আসামি। নূরুল ইসলাম বাঙালীর মুক্তির সংগ্রামে অংশ নিয়ে বেশ কয়েকবার কারাবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ হারাল একজন নিবেদিতপ্রাণ সংগ্রামী নেতাকে। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
×