ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ ভিওআইপি

১১ লাখ ১৮ হাজার সিম বন্ধ করা হয়েছে

প্রকাশিত: ০৫:৩০, ২৬ জানুয়ারি ২০১৬

১১ লাখ ১৮ হাজার সিম বন্ধ করা হয়েছে

সংসদ রিপোর্টার ॥ অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন অপারেটরের ১১ লাখ ১৮ হাজার ৬৬৪টি মোবাইল সিম বন্ধ করা হয়েছে। অবৈধ ভিওআইপি প্রতিরোধে বিটিআরসি উচ্চ ক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটির মাধ্যমে টেলিকম সেক্টর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। অবৈধ ভিআইপি রোধে পিএসটিএন এবং আইপিটিএসপি লাইসেন্সধারী অপারেটরদের কার্যক্রম গভীরভাবে মনিটরিং করা হচ্ছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম। তিনি জানান, ভিওআইপি প্রযুক্তির অপব্যবহার রোধে ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে অবৈধ স্থাপনা পরিচালনাকারীদের শনাক্ত করার লক্ষ্যে বিটিআরসি ও আইনপ্রয়োগকারী সংস্থা প্রতিনিয়ত ভিওআইপি অভিযান পরিচালনা করে আসছে। গত ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত তিন বছরে বিভিন্ন মোবাইল অপারেটরের ২ লাখ ১৪ হাজার সিম জব্দ করা হয়েছে। এছাড়া সিমবক্স ডিটেকশনের মাধ্যমে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত তিন বছরে ৯ লাখ ৩ হাজার ৮৭৮টি সিম বন্ধ করা হয়েছে। সরকারী দলের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ৬টি মোবাইল কোম্পানির সর্বমোট ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি সিম বৈধভাবে চালু রয়েছে। এর মধ্যে গ্রামীণ ফোনের সর্বাধিক বৈধ চালুকৃত সিমের সংখ্যা ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি। এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার, রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৯ হাজার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৪১ লাখ ৪২ হাজার এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) ১০ লাখ ৬ হাজার চালুকৃত বৈধ সিম রয়েছে। ইসরাফিল আলমের অপর প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, সরকার অনুমোদিত ৬টি মোবাইল কোম্পানির মধ্যে গত অর্থবছরে (২০১৪-১৫) গ্রামীণফোন সর্বাধিক ১ হাজার ৮৮১ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকা বিনিয়োগ করেছে। সেই হিসেবে গত বছরে প্যাসিফিক (সিটিসেল) বাংলাদেশ টেলিকম একটি টাকাও বিনিয়োগ করেনি। গত বছরে অন্যান্য মোবাইল অপারেটরের বিনিয়োগের পরিমাণ হচ্ছেÑ রবি আজিয়াটা ১ হাজার ৮২৫ কোটি ৬৩ লাখ, বাংলালিংক ১ হাজার ৩৮৪ কোটি ৭৭ লাখ এবং এয়ারটেল ৩৭৭ কোটি ২৪ লাখ ৭২ হাজার টাকা। বিদেশী মোবাইল কোম্পানিগুলো লভ্যাংশের কত পরিমাণ টাকা দেশের বাইরে নিয়ে গেছেÑ এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদেশী মোবাইল কোম্পানিগুলোর লভ্যাংশ দেশের বাইরে নিয়ে যাওয়ার কোম্পানিভিত্তিক বছর-ওয়ারী তথ্য সংগ্রহ সময়সাপেক্ষ, সংগ্রহপূর্বক পরবর্তীতে পেশ করা হবে। এছাড়া মোবাইল কোম্পানিসমূহের বিলের ওপর আরোপিত ভ্যাটের টাকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আলাদা করে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা করার স্বয়ংক্রিয় ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা যায়নি।
×