ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশের সাঁকোতে ৫ গ্রামের মানুষের যাতায়াত

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ জানুয়ারি ২০১৬

বাঁশের সাঁকোতে ৫ গ্রামের মানুষের যাতায়াত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে শ্যামকুড় হরিহর নদীর গজশ্রী কাটাখালের বাঁশের সাঁকো দিয়ে ৫ গ্রামের মানুষ যাতায়াত করছে। আর যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত সাঁকো থেকে কেউ না কেউ পড়ে আহত হয়ে থাকে। নদীতে ব্রিজ না থাকায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত এ বাঁশের সাঁকো এখন সকলের একমাত্র ভরসা। জানা গেছে, মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের দক্ষিণ লাউড়ী গ্রামের ঝাঁউতলা মোড়ে হরিহর নদীর গজশ্রী খালে বাঁশের সাঁকো দেয়া হয়েছে লাউড়ী গ্রামবাসীর উদ্যোগে। ১/২ বছর পর পর সেটি নতুন করে নির্মাণ করতে হয়। প্রতিদিন এ সাঁকো দিয়ে রামনগর, শ্যামকুড়, ঘিবা, রতনদিয়া, গোপিকান্তপুরসহ কয়েকটি গ্রামে নারী পুরুষ ও শিশু কিশোররা পারাপার হয়। প্রায় দিন কেউ না কেউ পড়ে আহত হয়। ইতোমধ্যে লাউড়ী গ্রামের আব্দুল্লাহ, ইউনুস, নজরুলসহ শ্যামকুড় গ্রামের খাদিজা, আসমা, লাবণী পড়ে গিয়ে আহত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সাবেক সংসদ সদস্য খাঁন টিপু সুলতান ব্রিজটি করার জন্য তালিকাভুক্ত করেন। গত বছর এ ব্রিজটি নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য জানান, পূর্বে এখানে একটি ব্রিজের টেন্ডার হয়েছিল। নতুন করে আবারও ডিজাইন করা হয়েছে। আশা করছি দ্রুতই ব্রিজটি নির্মাণ হবে।
×