ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার আশঙ্কা কালাইয়ে বিএডিসির পরিত্যক্ত ভবনে চলছে অফিস

প্রকাশিত: ০৬:৪২, ২৫ জানুয়ারি ২০১৬

দুর্ঘটনার আশঙ্কা কালাইয়ে বিএডিসির পরিত্যক্ত ভবনে চলছে অফিস

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৪ জানুয়ারি ॥ কালাইয়ে দীর্ঘদিনের পুরনো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উর্ধতন উপ-সহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয়টির বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খুলে পড়েছে। এছাড়া বাইরের দেয়ালে ফাটল ধরায় ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ২০১১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন শেষে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। তা সত্ত্বেও ঝুঁকি নিয়েই বিএডিসি কর্মচারী কর্মকর্তারা ওই ভবনে নিয়মিত অফিস করছেন। সহকারী মেকানিক আমেদ আলীসহ কয়েকজন জানান, জীবিকার প্রয়োজনে ভূমিকম্প আতঙ্কসহ ভবন ধ্বসের ঝুঁকি নিয়েই পরিত্যক্ত এ ভবনে বসে চাকরি করছি। ‘বিএডিসি’ কালাইয়ের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এসএম আহসান বলেন, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনটির কথা উল্লেখ করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার মৌখিক ও লিখিত আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি।
×