ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বয়লার বিস্ফোরণ গাজীপুরে মৃত বেড়ে ছয়

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ জানুয়ারি ২০১৬

বয়লার বিস্ফোরণ গাজীপুরে মৃত বেড়ে ছয়

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ জানুয়ারি ॥ গাজীপুরে গাড়ির পরিত্যক্ত টায়ার গলিয়ে কেমিক্যাল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা ৬ জনে দাঁড়াল। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটি রবিবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত কমিটির সদস্যগণ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। অপরদিকে ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালেও সরেজমিন গিয়ে দেখা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের অতুলের টেক এলাকার ‘স্মার্ট মেটাল এ্যান্ড কেমিক্যাল লিমিটেড’ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এ কারখানায় গাড়ির পরিত্যক্ত টায়ার গলিয়ে কেমিক্যাল (সড়কের কাজে বিটুমিনের সঙ্গে ব্যবহারের জন্য) তৈরি করা হতো। কারখানার বয়লার বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার পর শনিবার রাত থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে রবিবার পর্যন্ত একটানা ড্যাম্পিংয়ের কাজ করছিলেন। আশপাশের লোকজন ক্ষতিগ্রস্ত কারখানাটি দেখার জন্য ভিড় জমিয়েছেন। বয়লারটি বিস্ফোরণের পর কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে এবং কারখানার প্রাচীর ভেঙ্গে বয়লারটি পেছনের দিকে সরে গেছে। সামনের দিকের অংশ উড়ে কারখানার চাল ও অন্যান্য অংশ কয়েক শত ফুট দূরে ছিটকে পড়ে এবং গাছে আটকে আছে। বিস্ফোরণে বয়লারের সামনের অংশটি ছিটকে অন্তত ৪শ’ ফুট দূরে গিয়ে পড়ে। দগ্ধ আরও একজনের মৃত্যু ॥ স্মার্ট মেটাল এ্যান্ড কেমিক্যাল কারখানার অগ্নিকা-ে দগ্ধ আরও একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নাম আবদুল কাদের (৬০)। রবিবার সকাল ৬টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন। নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে ॥ কারখানার বয়লার বিস্ফোরণে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এরা হলেনÑ খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২১), মাদারীপুর সদরের খামারবাড়ি এলাকার সোবহান তালুকদারের ছেলে আলহাজ (২৩), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামের দিলোয়ার হোসেনের স্ত্রী ও স্থানীয় বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা (৩০), কারখানার নিরাপত্তাকর্মী স্থানীয় বসুগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে সেলিম মোল্লা (৪৫), মাদারীপুরের ডাসার থানার ভাগুরিয়া এলাকার আঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে কাওসার বিশ্বাস (৩৪) ও কারখানার সুপারভাইজার আব্দুল কাদের (৫৫)। জেলা প্রশাসক ও তদন্ত কমিটির পরিদর্শন ॥ গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম রবিবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান রবিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলার উপ-পরিচালক সোনিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানান, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে সরকারের অনুমতি ছাড়াই চলছিল। অনভিজ্ঞ লোক দিয়ে পরিচালিত হচ্ছিল কারখানা। হিট চেম্বারের ইস্পাতের যে থিকনেস থাকা উচিত, তা খুবই নি¤œমানের হওয়ার কারণে হাইপ্রেসারের কারণে তা ফেটে গেছে। ফ্যাক্টরিতে কোন বিশেষজ্ঞ ছিল না। এটির পরিবেশের কোন ছাড়পত্র নেই, সরকারের কোন অনুমোদন নেই। পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ইতোপূর্বেও এ কারখানাটিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরে তাদের কারখানাটি চালানোর জন্য আবেদনের প্রেক্ষিতে কিছু শর্ত পূরণ করতে বলা হয়। গেল ১৯ জানুয়ারি কারখানা পরিদর্শন করতে এসে দেখা গেছে ওইসব শর্তপূরণ হয়নি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। গাজীপুরের অতিরিক্তি পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণে যে মৃত্যু ঘটেছে, এ জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও নিহতের আত্মীয়স্বজনরা যদি মামলা করতে আসে, তাহলে মামলা নেয়া হবে। আর যদি মামলা না করে তাহলে পরিস্থিতির আলোকে পুলিশ বাদী হয়ে মামলা করেবে। সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। আরো একটি তদন্ত কমিটি ॥ এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, শনিবার রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের ঢাকা জেলা সহকারী পরিচালক মোঃ মাসুদ আকন্দকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের অতুলের টেক এলাকার স্মার্ট মেটাল এ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানার পার্শ্ববর্তী জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাওয়ার সময় অটোরিক্সা যাত্রী স্কুলশিক্ষিকাসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
×