ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ ॥ সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৩৩, ২৪ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ ॥ সাময়িক বহিষ্কার

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় তাকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘বাংলা বিভাগ’ নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্য করে। এর জেরে শনিবার দুপুর একটার দিকে অনুষদ ভবনের নিচে ছাত্রলীগের কর্মীরা তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস এবং সহ-সভাপতি মিজানুর রহমান মিজু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ছাত্রকে প্রক্টরের কাছে তুলে দেন। পরে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান মেহেদী হাসানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এদিকে প্রধানমন্ত্রীর ছবিতে কটূক্তি করায় মেহেদী হাসানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্য করায় মেহেদী হাসানকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করেছে।
×