ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য

প্রকাশিত: ০৪:১২, ২৪ জানুয়ারি ২০১৬

চিতলমারীতে ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারী ভূমি অফিসে সীমাহীন ঘুষ-দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দালালচক্র ওই অফিসের যোগসাজশে বিভিন্নভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই অফিসে আসা সাধারণ লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। এ ঘটনায় ক্ষিপ্ত লোকজন এক দালালকে গণপিটুনি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দ্রুত ওই অফিসকে ঘুষ-দুর্নীতি ও দাদালমুক্ত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা অফিসে সীমাহীন ঘুষ-দুর্নীতি ও দালালচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন সাধারণ লোকজন। বহিরাগত দালালরা ওই অফিসের কতিপয় অসাধু লোকজনের যোগসাজশে সাধারণ লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত লোকজন এক দালালকে গণপিটুনি দিয়ে অফিস ছেড়ে যাওযার হুমকি দিয়েছে। উপজেলার চরডাকাতিয়া গ্রামের অনিল মজুমদার ও চৈতন্য মজুমদার জানান, তাদের বৈধ সম্পত্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেটেলমেন্ট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের হস্তক্ষেপে অন্য ব্যক্তির নামে রেকর্ড করে দেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। ওই দালালচক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অসংখ্য অভিযোগ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার পারভেজ জানান, অফিসে বহিরাগত দালালদের দৌরাত্ম্য বেড়েছে বলে জানা গেছে। এ ঘটনার রেশ ধরে এলাকার ছাত্রলীগের লোকজন ও অন্যরা ক্ষিপ্ত হয়ে গত বুধবার অনিমেষ পা-ে নামে এক দাললকে উত্তমমধ্যম দেয়। এ বিষয়ে উপজেলা সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিকুল আলম ঘটনার সত্যতা অস্বীকার করে জানান, তার অফিসে কোন প্রকার অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই। এছাড়া বহিরাগত কোন দালালদের সঙ্গে তাদের অফিসের কোন সংশ্লিষ্টতা নেই। গাইবান্ধা নিউমার্কেটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ জানুয়ারি ॥ নিউমার্কেটে দীর্ঘ ৩ বছর ধরে টয়লেট ও পানি সরবরাহ ব্যবস্থা না থাকার প্রতিবাদে শনিবার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও কর্মচারী ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট আহ্বান করে। তারা নিউমার্কেটের প্রধান গেটসহ সকল গেটে তালা লাগিয়ে দেয়। ফলে গ্রাহকরা ভেতরে ঢুকতে পারছে না এবং প্রয়োজনীয় কেটাকাটা করতে পারছে না। হাটহাজারীতে অপহৃত ছাত্রকে ১১ দিন পর উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৩ জানুয়ারি ॥ হাটহাজারীর পার্বতী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শোয়েব আকতার আপনকে (১২) অপহরণের ১১ দিন পর পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা এলাকা থেকে শনিবার সকালে হাটহাজারী থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, ১৩ জানুয়ারি সন্ধ্যায় কতিপয় সন্ত্রাসী স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জেসমিন ভবনস্থ ভাড়া বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
×