ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ ॥ প্রস্তুতি ম্যাচে দ. আফ্রিকা ও উইন্ডিজের জয়

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ জানুয়ারি ২০১৬

অনুর্ধ-১৯ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ ॥ প্রস্তুতি ম্যাচে দ. আফ্রিকা ও উইন্ডিজের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে আসন্ন অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে এখন চলছে প্রস্তুতি পর্ব। শুক্রবার প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দুর্বল ফিজিকে। ফতুল্লায় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রানের পাহাড় গড়ে প্রোটিয়া যুবারা। সেঞ্চুরি হাঁকান টনি ডি জর্জি। ৯১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯১ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন দু’জন। কাইল ভেরিন ৫৯ ও রিভালদো মুনসামি করেন ৫৬ রান। জবাবে দাঁড়াতেই পারেনি ফিজি। ৩০.৪ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয় দলটি। দক্ষিণ আফ্রিকার হয়ে শন হোয়াইটহেড মাত্র ৬ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান। এছাড়া লুক ফিল্যান্ডার ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। একই ভেন্যুতে দিনের অপর ম্যাচটিও ছিল একতরফা। যেখানে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ উড়িয়ে দিয়েছে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডকে। ৪ উইকেটে ৩৪২ রানের বিশাল স্কোর গড়ে ক্যারিবীয়রা। উ.ইন্ডিজ যুবাদের হয়ে সেঞ্চুরি পেয়েছেন দুই ব্যাটসম্যান। শিমন হেটমেয়ার ১৩৬ রান করেন ১১৬ বলে। ছিল ১৬ চার ও ২ ছক্কা। আর তেভিন ইমলাস ১১৫ বলে ১২ চারের সাহায্যে ১০০ রান করে অবসর নেন। জবাবে ৭ উইকটে ১৯৪Ñএ থামে স্কটিশদের সংগ্রহ। বেন উইলিকিনসন সর্বোচ্চ ৬৩ রান (অবসর) করেন। ওয়াইজ শাহর ব্যাট থেকে আসে ৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সামার স্প্রিঙ্গার ১৯ রানে ৩ এবং ওবেড ম্যকয় ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। অনুর্ধ-১৯ বিশ্বকাপে আজ রয়েছে ৬টি প্রস্তুতি ম্যাচ। যার চারটিই অনুষ্ঠিত হবে সাভার বিকেএসপিতে। সেখানে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড ও ভারত-কানাডার যুবারা। চট্টগ্রামে অপর দুই ম্যাচে খেলবে ইংল্যান্ড-নামিবিয়া ও বাংলাদেশ-জিম্বাবুইয়ে। চট্টগ্রামে বুধবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের মূল লড়াই।
×