ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনা খরচে অধুনালুপ্ত ছিটমহলের ৪০ নারী যাচ্ছেন জর্দান

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জানুয়ারি ২০১৬

বিনা খরচে অধুনালুপ্ত ছিটমহলের ৪০ নারী যাচ্ছেন জর্দান

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, অধুনালুপ্ত ছিটমহলবাসীর নবযুগের সূচনা হলো। ৬৮ বছরের অধিকারবঞ্চিত এসব মানুষের ভাগ্যেন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ অঙ্গীকার বাস্তবায়নের প্রথম দফায় কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে ৪০ নারীকে পাঠানো হচ্ছে জর্দানে। সম্পূর্ণ বিনা খরচে তাদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। জর্দানে গার্মেন্টেস সেক্টরে দু’হাজার নারী শ্রমিকের চাহিদা রয়েছে। আমাদের ইচ্ছা যতটা সম্ভব ছিটমহল থেকেই এ চাহিদা পূরণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) মিলনায়তনে নারী শ্রমিকদের দু’মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, পুলিশ সুপার তবারক উল্লাহ, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক ও প্রশিক্ষণার্থী শরিফা আক্তার প্রমুখ। প্রধান অতিথি বিস্ময় প্রকাশ করে বলেন, কুড়িগ্রামের মতো একটি বৃহৎ জেলায় প্রবাসীর সংখ্যা ১১ হাজার ৪৫৯। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মতো ছোট জেলার প্রবাসীর সংখ্যা ২ লাখ ১১ হাজারেরও ওপর। ২০১৫ সালে আমরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি ৫ লাখ ৬৫ হাজার মানুষের। চলতি বছর এ টার্গেট ৬ লাখ। আর এ বছর আপনাদের সহযোগিতা নিয়ে কুড়িগ্রাম থেকে ৬০Ñ৭০ হাজার বেকার যুবক ও যুব মহিলাদের বিদেশে পাঠাতে চাই। তিনি বলেন, ছিটমহলের অধিবাসীদের বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে নারীদের প্রশিক্ষণ দেয়া হবে বিনামূল্যে। পাশাপাশি তাদের যাতায়াত ও আনুসাঙ্গিক খরচের জন্য দেয়া হবে ভাতা। তাদের পাশপোর্ট, ভিসা থেকে প্লেনভাড়া বহন করবে সরকার।
×