ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাবেক ব্যাংক কর্মকর্তা অপহৃত

প্রকাশিত: ০৭:৪২, ২২ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে সাবেক ব্যাংক কর্মকর্তা অপহৃত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আক্তারুজ্জামান কচি নামে এক ব্যাংক কর্মকর্তাকে (সাময়িক বরখাস্ত) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কচি এক্সিম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেসিডেন্ট ছিলেন। তিনি অপহরণ হয়েছে বলে তার পিতা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। ওসি জানান, কচি দুপুরে নগরীর নিউ মার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকার একটি গলির রাস্তায় নন্দিতা প্রিন্টিং প্রেসে চা খাচ্ছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যায়। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। সর্বশেষ তার ফোন নম্বরের অবস্থান রেলস্টেশন এলাকায় পাওয়া গেছে। রাজশাহী এক্সিম ব্যাংকের কর্মকর্তা নুরুল হাবিব বলেন, ৬/৭ মাস আগে রাজশাহী শাখা থেকে আক্তারুজ্জামানকে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় তিনি সাময়িক বরখাস্ত হন। এর পর তিনি এক্সিম ব্যাংকের এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। সে মামলা বিচারাধীন রয়েছে। বিকেলে আক্তারুজ্জামানের বড় ভাই আব্দুল মতিন ফোন করে অপহরণের বিষয়টি তাদের জানিয়েছেন বলে জানান নুরুল হাবিব।
×