ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংলিশ এফএ কাপ

শঙ্কা কাটিয়ে চতুর্থ পর্বে লিভারপুল

প্রকাশিত: ০৬:৪১, ২২ জানুয়ারি ২০১৬

শঙ্কা কাটিয়ে চতুর্থ পর্বে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা কাটিয়ে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ পর্ব নিশ্চিত করেছে লিভারপুল। বুধবার রাতে তৃতীয় পর্বের রিপ্লে ম্যাচে দ্য রেডসরা ৩-০ গোলে পরাজিত করে এক্সেটার সিটিকে। এ্যানফিল্ডে সহজ জয়ে গোলগুলো করেন জো এ্যালান, সেইয়ি ওজো ও কার্লোস টেক্সেইরা। এর আগের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় রিপ্লে ম্যাচ অনুষ্ঠিত হয়। চতুর্থ পর্বে লিভারপুলের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ঘরের মাঠে এক্সেটারকে আমন্ত্রণ জানায় লিভারপুল। এই সুবিধা কাজে লাগিয়ে সহজ জয় তুলে নেয় জার্গেন ক্লপের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা লিভারপুল খেলার ১০ মিনিটেই এগিয়ে যায়। জো এ্যালান করেন লক্ষ্যভেদ। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিভারপুল। এরই সুবাদে ম্যাচের ৭৪ মিনিটে সেইয় ওজোর গোলের ব্যবধান দ্বিগুণ করে তারা। ৮২ মিনিটে দলের হয়ে তিন নম্বর গোল করেন টেক্সেইরা। দু’দলের প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ইংলিশ ডিফেন্ডার ব্র্যাডলি স্মিথের গোল মুখরক্ষা হয় জার্গেন ক্লপের। তা না হলে এক্সেটার সিটির মাঠে গিয়ে ম্যাচ হেরেই ফিরতে হতো দ্য রেডসদের! বর্তমানে চোট-আঘাতে জর্জরিত লিভারপুল। যে কারণে আগের ম্যাচটিতে পুরো দলটাই পালটাতে হয় জার্গেন ক্লপকে। অনভিজ্ঞ এগারোকে নিয়ে ডেভনে উড়ে গিয়েছিলেন তিনি। তাদের মধ্যে আবার তিন ফুটবলার লিভারপুলের জার্সিতে অভিষেক হয়। ইংলিশ প্রিমিয়ার লীগের শক্তিশালী ক্লাব লিভারপুলের বিপক্ষে ম্যাচ শুরুর নবম মিনিটেই এক্সেটারকে এগিয়ে দেন টম নিকোলস। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সফরকারীরা। তার তিন মিনিট পরই অতিথিদের সমতায় ফেরান জেরম সিনক্লেয়ার। কিন্তু ৪৫ মিনিটে লি হোমসের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। এর ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে এক্সেটার। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে জার্গেন ক্লপের শিষ্যরা। আর ম্যাচের ৭৩ মিনিটে ব্র্যাড স্মিথই মান বাঁচান লিভারপুলের। প্রতিপক্ষের মাঠে ড্র করতে পেরে রিপ্লে ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নামে লিভারপুল। নিজেদের মাঠে সে প্রমাণও রেখেছে ক্লপের শিষ্যরা। এই ম্যাচেও একাধিক পরিবর্তন নিয়ে দল সাজিয়েছিলেন লিভারপুল কোচ ক্লপ। তরুণদের নৈপুণ্যে তিনি বেজায় খুশি। ম্যাচ শেসে ক্লপ বলেন, ১০ পরিবর্তন নিয়ে আমরা খেলেছি। ছেলেরা সত্যিই অসাধারণ খেলেছে। আরও গোল পেলে অবাক হওয়ার কিছু থাকত না। তিনি আরও বলেন, এই তরুণদের নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি। তবে তারা দ্রুতই মানিয়ে নিয়েছে। আর অসাধারণ খেলেছে। এটা দলের জন্য খুব ভাল দিক।
×