ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪১, ২২ জানুয়ারি ২০১৬

ঝলক

জনপ্রিয়তার শীর্ষে ওবামা ফেসবুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বে জনপ্রিয় নেতাদের শীর্ষে। তাঁর ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৪৬ মিলিয়নেরও বেশি। সম্প্রতি পি-আর ফার্ম বার্সন মার্সটেলারের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এ তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান তিন নম্বরে। মোদির ব্যক্তিগত পেজে ৩১ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অফিসিয়াল পেজে তার অনুসারী রয়েছে ১০.১ মিলিয়নের বেশি ব্যবহারকারী। তবে গবেষণায় দেখা যায় পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি বিষয়ে ওবামাকে ছাড়িয়ে গেছেন মোদি। এই সংখ্যা ওবামার চেয়ে মোদির পোস্টে পাঁচগুণ বেশি। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে ভারতের কয়েকজন নেতা এই তালিকার প্রথম দিকে অবস্থান করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন- রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গণমানুষের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত হওয়ার কারণে এই গবেষণায় অবিসংবাদিত ফেসবুক নেতা হিসেবে উল্লেখ করা হয় আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট মাওরিসিও ম্যাক্রিকে। কলা খেয়ে জরিমানা! রাস্তায় ছিল ট্রাফিক জ্যাম। তাই ক্ষুধা মেটাতে চালকের আসনে বসে কলা খাচ্ছিলেন নারী গাড়িচালক। ব্যাস! তাতেই ১৬ হাজার ১৬৫ টাকা (১৪৫ পাউন্ড) জরিমানা গুণতে হলো ওই নারীকে। তার বিরুদ্ধে আনা হলো তিনটি অভিযোগ। সম্প্রতি যুক্তরাজ্যে এ ঘটনা ঘটেছে। ইলসা হ্যারিস (৪৫) নামে ওই নারীর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার অভিযোগ, চালকের আসনে বসার পরও মনোযোগের ঘাটতি ছিল তার। কলা খাওয়ার সময় গাড়ির স্টিয়ারিং-এ হাত ছিল না ইলসার। ইলসা হ্যারিস তাৎক্ষণিক জরিমানার বিরুদ্ধে ওয়েমাউথ ম্যাজিস্ট্রেট আদালতে আপীল করেন। শেষ পর্যন্ত আইনজীবীর পরামর্শে আপীলের শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন। প্রথমে তাকে ১১ হাজার (১০০ পাউন্ড) টাকা জরিমানা করা হলেও আপীল করায় জরিমানার অঙ্ক বেড়ে যায় আরও পাঁচ হাজার টাকা।
×