ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত যুবকের বঁটির কোপে শিশুসহ আহত ৮

প্রকাশিত: ০৪:২৪, ২১ জানুয়ারি ২০১৬

মাদকাসক্ত যুবকের বঁটির কোপে শিশুসহ আহত ৮

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে রকি নামে মাদকাসক্ত যুবকের বঁটির কোপে এক শিশু এবং দম্পতিসহ অন্তত ৮ জন আহত হয়েছে। রকিকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। বিনা কারণেই মানসিক ভারসাম্যহীন রকি সবাইকে গুরুতর জখম করেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র বলছে। বুধবার দুপুর একটার দিকে কদমতলী থানাধীন শনিরআখড়ার জাপানী বাজার এলাকার ১০৩৯ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আব্দুল (৪০) ও তার স্ত্রী সুমি (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা বলছেন। আহতরা বলছেন, আবুল বাশারের টিনশেড বাড়িতে রকির পরিবার দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করছেন। আচমকা রকি (৩০) প্রথমে বাড়ির লোকজনদের বঁটি দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা উপস্থিত হন। তারা রকিকে আটকের চেষ্টা করেন। এ সময় রকি তাদেরও কুপিয়ে জখম করে। রকির বঁটির আঘাতে নাহার (৪০) নামের এক মহিলা এবং তার এগারো বছর বয়সী এক শিশুসহ অন্তত ৮ জন আহত হন। নয়া পদ্ধতিতে... সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়। মজার বিষয় হলো, রাজধানীতে সম্প্রতি ভিক্ষুকদের ভিক্ষা করার পদ্ধতিতেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সড়কে ট্রাফিক সিগন্যাল পড়লেই ভিক্ষুকেরা একটি কাপড় দিয়ে থেমে থাকা গাড়িগুলো মুছতে থাকে। আর কোন রকম মোছা হয়ে গেলেই টাকার জন্য পীড়াপীড়ি করতে থাকে। ছবির দুই শিশু গাড়ি পরিষ্কার করার পর টাকার জন্য দাঁড়িয়ে রয়েছে। কাওরানবাজার থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। বারোমাসী ফল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এই ফলের দেখা পাওয়া যায়। তবে এ বছর মাঘের শুরুতেই বারোমাসী ফল হিসেবে রাজধানীর বাজারে কাঁঠালের উপস্থিতি লক্ষ্যণীয়। অদিনের ফলের ঘ্রাণ নিতে তাই উৎসুক জনতার ভিড় পড়ে গেছে। প্রতিটি কাঁঠালের দাম এক হাজার থেকে ১২শ’ টাকা পর্যন্ত। সাধ থাকলেও সকলের সাধ্য নেই। তাই একটু ছুঁয়ে বা ঘ্রাণ নিয়ে তৃপ্ত হচ্ছে অনেকেই। বায়তুল মোকাররম এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×