ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:০১, ২০ জানুয়ারি ২০১৬

সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে ॥  স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিচারিক প্রক্রিয়া শেষে ভারতে থাকা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকেও দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি বিশ্বখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব গুলশান কুমার হত্যা মামলার জেল পলাতক আসামি আব্দুর রউফ দাউদ মার্চেন্টকে ভারতে হস্তান্তরের প্রেক্ষিতে সালাহউদ্দিন আহমেদকে ফেরত আনার বিষয়টি আলোচনায় চলে আসে। সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী বিএনপির সাবেক মহিলা সংসদ সদস্য হাসিনা আহমেদ। দেশে ফেরার পর সরকার তাঁর স্বামীকে কোন প্রকার হয়রানি করবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নেতাদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
×