ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে স্কুলে ভর্তি করতে অভিভাবকরা বিপাকে

প্রকাশিত: ০৫:৪০, ২০ জানুয়ারি ২০১৬

সিরাজগঞ্জে স্কুলে ভর্তি করতে অভিভাবকরা বিপাকে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কেজি স্কুলে প্লে অথবা নার্সারি ক্লাসে ভর্তি হতে এক শিশুর অভিভাবককে এক হাজার আট শ’ টাকা গুনতে হচ্ছে। ক্ষুদে ও শিশু শিক্ষার্থীদের ভর্তি করতে কিন্ডারগার্টেন (কেজি) স্কুলগুলোতে মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগ করেছে অভিভাবকরা। প্রত্যেক শিক্ষার্থীর ভর্তি, মাসিক বেতন ও সেশন চার্জ বাবদ নেয়া হচ্ছে গত বছরের তুলনায় বেশি টাকা। এতে শিশু শিক্ষার্থীদের শহরের নামী কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করিয়ে লেখাপড়ার খরচ বহন করতে মধ্যবিত্ত ও সাধারণ শ্রেণীর অভিভাবকদের হিমশিম খেতে হচ্ছে। সিরাজগঞ্জ পৌর শহরে ৯৫টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। অভিভাবকরা অভিযোগ করে বলেন, ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ব্যয়বহুল। অনেকটা সাধ্যের বাইরে। যত কষ্টই হোক তারপরও ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে কিন্ডারগার্টেনে ভর্তি করেছি।
×