ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় টি২০ ম্যাচেই অভিষেক হতে পারে উদীয়মান এ পেসারের

অপেক্ষার প্রহর কাটছে রনির!

প্রকাশিত: ০৬:৫৭, ১৯ জানুয়ারি ২০১৬

অপেক্ষার প্রহর কাটছে রনির!

স্পোর্টস রিপোর্টার ॥ একটা সুযোগের অপেক্ষা। এবার সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেত্রকোনা থেকে উঠে আসা তরুণ পেসার আবু হায়দার রনি। তবে এখনও ভাগ্যের শিকে ছিঁড়েনি। কারণ ধারাবাহিকভাবে দলকে সাফল্যম-িত করে যাচ্ছেন দুই পেসার আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। প্রথম দুই টি২০ ম্যাচে তাই বসেই থাকতে হয়েছে। তবে এবার দারুণ সুযোগ তার জন্য। কারণ তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচের জন্য ঘোষিত দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে এ দুই পেসারকে। সে কারণে তরুণ রনির অভিষেক হয়ে যাওয়াটা প্রায় নিশ্চিত। কারণ এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে দুর্দান্ত বোলিং করায় তাকে খেলানোর চিন্তা-ভাবনা টাইগারদের। আর জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজটাকে পরীক্ষাগার হিসেবে নেয়াতে ১৯ বছর বয়সী রনির দ্বার উন্মুক্তই হয়ে গেছে। আগামী মাসের ১৪ তারিখে ২০ ছুঁয়ে ফেলবেন রনি। দীর্ঘদিন বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে ঝলক দেখিয়েছেন। কিন্তু কোন পর্যায়ের টি২০ ক্রিকেট খেলেননি এ তরুণ পেসার। তবে বিপিএলে টি২০ অভিষেক হয় তার। যে দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, স্বাভাবিকভাবেই প্রতিপক্ষরা ব্যাটিং করার আগে তাকে নিয়েই পরিকল্পনায় রেখেছিলেন। সেই পরিকল্পনার অংশ কোনভাবেই ছিলেন না রনি। বড়দের ক্রিকেটেও তেমন খেলার অভিজ্ঞতা ছিল না তরুণ উদীয়মান এ বাঁহাতি পেসারের। কিন্তু তিনিই ম্যাজিক দেখাতে শুরু করলেন শুরু থেকে। হয়ে উঠলেন প্রতিপক্ষ শিবিরের জন্য আতঙ্কের নাম! দুর্ধর্ষ ইনসুইঙ্গারের সঙ্গে আছে দু’য়েকটি কাটার দেয়ারও ক্ষমতা। তারচেয়েও বড় কথা ‘ডেথ ওভারে’ সত্যিকারের এক নির্ভরযোগ্য ও ভয়ানক নেত্রকোনা থেকে উঠে আসা এ তরুণ। অনেক আগেই যোগ্যতা ও সামর্থ্য প্রমাণ করলেও নিজেকে ভালভাবে সবার কাছে পরিচিত করেছেন এ বিপিএল দিয়েই। বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১২ ম্যাচে মাত্র ১৫.০৪ গড়ে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন। বিপিএলের ইতিহাসে কোন বাংলাদেশী বোলারের এটিই সর্বাধিক উইকেট শিকার এক আসরে। অচেনা হয়েও মাশরাফির জন্য সত্যিকারের এক মারণাস্ত্রে পরিণত হয়েছিলেন রনি। তখনই বোঝা গিয়েছিল দ্রুতই জাতীয় দলে ডাক পেয়ে যাবেন এ পেসার। তাছাড়া পরীক্ষিত দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের ইনজুরি বিষয়টা আরও নিশ্চিত করে। ডাক পেলেন ঠিকই কিন্তু এখন পর্যন্ত টাইগারদের জার্সি গায়ে চড়াতে পারেননি। তবে তৃতীয় টি২০ ম্যাচেই সেই ভাগ্যটা খুলতে যাচ্ছে। আবারও তার দিকনির্দেশক হিসেবে আছেন অধিনায়ক মাশরাফি। একেবারেই অচেনা থেকেও নিজের কার্যগুণে সবার নজর কাড়া যায়। রনি যেন সেটারই উজ্জল দৃষ্টান্ত। এবার বিপিএলে সবচেয়ে আলোচিত বোলার তিনি। অধিনায়ক মাশরাফি যখন বোলিং করতে পারছিলেন না ইনজুরির কারণে তখন তিনি তার হাতের অস্ত্রগুলো ধীরে ধীরে প্রদর্শন করেছেন। সেই অস্ত্রশালা থেকে অন্যতম মারণাস্ত্র হয়ে বের হন রনি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ ক্রিকেটার টি২০ খেলেছেন। এর মধ্যে ১৩ জন পেসার। রনির অভিষেক হলে তিনি ১৪তম পেসার হিসেবে বাংলাদেশের পক্ষে টি২০ খেলবেন আর ক্রিকেটার হিসেবে হবেন ৫১তম। তৃতীয় টি২০ ম্যাচে মুস্তাফিজ-আল-আমিন না থাকায় মাশরাফির জন্য আবারও নির্ভরতা হতে যাচ্ছেন এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা রনিই। কারণ তাকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন মাশরাফি বিপিএলে এবং নির্ভরতাও পেয়েছেন। আবারও এ তরুণের কাছেই নির্ভরতা খুঁজবেন তিনি। অবশ্য ৫ টেস্ট খেলা মোহাম্মদ শহীদও আছেন অভিষেকের অপেক্ষায়। আর তাসকিন ফিরেছেন ইনজুরি থেকে। কিন্তু সাম্প্রতিক নৈপুণ্যের বিবেচনায় এ দু’জনের চেয়ে নিঃসন্দেহে এগিয়েই আছেন রনি। এখন শুধু বুধবার আসার অপেক্ষা।
×