ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও স্বাধীন ভূমি কমিশন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৭, ১৯ জানুয়ারি ২০১৬

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও স্বাধীন ভূমি কমিশন দাবিতে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ পার্বত্য চুক্তি বাস্তবায়নর ও সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয়ের দাবিতে সোমবার দেশব্যাপী মানববন্ধন ও সমাবেশে যোগ দেয় পাহাড়ী এবং সমতলের আদিবাসীরা। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর: রাঙ্গামাটি ॥ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবিতে সোমবার ঘুনধুম থেকে দুদুকছড়া পর্যন্ত তিন শ’ কিমিঃ দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এই গণ-মানববন্ধন ডাক দেয়। তিন সংগঠনের উদ্যোগে পার্বত্য জেলাসমূহে সোমবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুদুকছড়া পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনে স্থানীয়রা যোগ দেয়। খাগড়াছড়ি ॥ সোমবার সকালে জেলা সদরের মহাজন পাড়া ও উপজেলা পরিষদ এলাকায় জমায়েত হয়ে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহরের একটি রেস্টুরেন্টে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এই ঘটনার নিন্দা জানান। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য ড. বোধিসত্ত্ব দেওয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। রাজশাহী ॥ জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেমন্ত মাহাতো। ঠাকুরগাঁও ॥ দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। নাটোর ॥ সোমবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ উরাও, প্রভাতী বসাক, কালিদাস রায়, কবীর সাহা প্রমুখ।
×