ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি মামলায় সাবেক এসআই রিমান্ডে

প্রকাশিত: ০৮:৩১, ১৮ জানুয়ারি ২০১৬

চাঁদাবাজি মামলায় সাবেক এসআই রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ ৩৪ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পুরান ঢাকার কোতোয়ালি থানার সাবেক এসআই (সাময়িক বরখাস্ত) নূরুল আমিন খানের দুই দিনের রিমান্ড নিয়েছে ডিবি পুলিশ। রবিবার আদালতে নূরুল আমিনের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক কাজী গোলাম কবির। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় নূরুল আমিন জামিনে ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী গোলাম কবির তদন্তে চাঁদাবাজির ঘটনায় নূরুল মূল পরিকল্পনাকারী বলে প্রমাণ পেয়েছেন। এ কারণে তার জামিন বাতিল করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারক নূরুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×