ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হিগুয়াইনের জোড়া গোলে জয় নেপোলির

প্রকাশিত: ০৬:১৯, ১৮ জানুয়ারি ২০১৬

হিগুয়াইনের জোড়া গোলে জয় নেপোলির

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে নেপোলি। শনিবার রাতে ইতালিয়ান সিরি এ লীগের ম্যাচে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইনের জোড়া গোলে ভর করে নেপোলি ৩-১ গোলে পরাজিত করে সাসসোউলোকে। আত্মঘাতী গোলের আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান ও আটলান্টা। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সহজ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নেপোলি। পরশু নেপলসের ম্যাচের আগ পর্যন্ত সাসসোউলো এবারের মৌসুমে বড় পাঁচটি দলের বিরুদ্ধেই অপরাজিত থেকে ভীষণ হইচই ফেলে দেয়। এর মধ্যে নেপোলি, ইন্টার মিলান ও জুভেন্টাসের বিরুদ্ধে জয় এবং রোমা ও ফিওরেন্টিনার সঙ্গে ড্র করে। কিন্তু এবার তাদের প্রতিরোধের যাত্রা থামিয়েছে অদম্য নেপোলি। বর্তমানে ২০ ম্যাচ শেষে ১৩ নম্বর জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে নেপোলি আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টানা চারবারের শিরোপাধারী জুভেন্টাস। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে নেপোলি। দিয়াগো ফালসিনেলির তৃতীয় মিনিটের পেনাল্টি থেকে অতিথিদের এগিয়ে নেন। তবে ১৯ মিনিটে নেপোলিকে সমতায় ফেরান জোশে ক্যালাজন। বিরতির আগে ৪২ মিনিটে প্রথমবারের মতো স্বাগতিকদের এগিয়ে দেন হিগুয়াইন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে নেপোলি যখন প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ঠিক তখনই ইনজুরি টাইমে তৃতীয় মিনিটে হিগুয়াইন জোরালো শটে সাসসোউলো গোলরক্ষক আন্দ্রে কনসিগলিকে কাবু করলে স্বাগতিকরা সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচেও দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেন হিগুয়াইন। যে কারণে সকলের প্রশংসা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
×