ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিকমানের কিডনি হাসপাতাল হচ্ছে সিলেটে

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিকমানের কিডনি হাসপাতাল হচ্ছে সিলেটে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আন্তর্জাতিকমানের স্বয়ংসম্পূর্ণ কিডনি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শহরতলীর সিলেট-বাদাঘাট সড়কের টুকেরবাজার নাজিরেরগাঁও এলাকায় এই হাসপাতালের স্থান নির্ধারণ করা হয়েছে। ’৭১-এ পাকিস্তানী হায়েনাদের হাতে নিহত সিলেট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৎকালীন চিকিৎসক শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদের সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কিডনি বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমদের উদ্যোগে এবং ঢাকাস্থ ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এ্যান্ড রিচার্স হসপিটালের সহযোগিতায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রকল্পের অনুমোদন দিয়েছে। পিপিপি প্রজেক্টের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকে ৮০% এবং উদ্যোক্তারা ২০% অর্থ বিনিয়োগ করবে। প্রকল্পটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এ্যান্ড রিচার্স হসপিটালের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারপার্সন প্রফেসর ডাঃ হারুনুর রশীদ সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটের কিডনি রোগীরা এখানেই আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন এবং তাদের চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে হবে না। গরিব ও দুস্থ রোগীরা স্বল্পমূল্যে, কোন কোন ক্ষেত্রে বিনামূল্যেও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
×