ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানির নিচে ২৫০ তলা ভবন

প্রকাশিত: ০৬:০৫, ১৭ জানুয়ারি ২০১৬

পানির নিচে ২৫০ তলা ভবন

পানির নিচে ২৫০ তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। বেলজিয়ামের স্থপতি ভিনসেন্ট ক্যালিবাউটের এ রকম একটি পরিকল্পনার কথা সম্প্রতি জানা গেছে। কেবল একটি মাত্র বহুতল ভবন নয়, এ হবে বরং পুরোদস্তুর আন্ডারওয়াটার ইকো-ভিলেজ। ঘূর্ণন বৈশিষ্ট্যসম্পন্ন ভবনগুলো সাগরতল পর্যন্ত পৌঁছানোর বৈশিষ্ট্যসম্পন্ন করে তৈরি করা হবে। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে পড়ে থাকা প্লাস্টিক রিসাইকেল করে প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। এটি বাস্তবায়িত হলে তা রূপকথার গল্পের মতোই হবে। সাগরপ্রেমীদের জন্য এ হবে এক বিরাট সুসংবাদ। পৃথিবীতে মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামীদিনে বসতির জন্য ডাঙ্গা ছেড়ে অন্য কোথাও যাওয়া ছাড়া গত্যন্তর থাকবে না। এক্ষেত্রে মহাসাগরগুলো হতে পারে পরবর্তী গন্তব্য। একেক একটি ভবনে ২০ হাজার মানুষ বসবাসের ব্যবস্থা থাকবে। ‘এ্যাকুয়ারিয়া’ নামের প্রকল্পটি হবে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ। জেলি ফিশের মতো দেখতে ভবনগুলো স্পাইরালিং বৈশিষ্ট্যের জন্য সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছে সেখানকার জলজ উদ্ভিদ থেকে প্রয়োজনীয় খাবার সংস্থান করতে পারবে। এতে বাসস্থান ছাড়াও থাকবে অফিস, হোটেল, খেলার মাঠ এমনকি খামার পর্যন্ত। ২৫০ তলাবিশিষ্ট ওশেনস্ক্র্যাপারগুলোর উচ্চতা হবে প্রায় ১ হাজার মিটার (৩ হাজার ২৮০ ফুট)। সাগরের পানি লবণ বিমুক্ত করে সরাসরি পান উপযোগী করে এতে ব্যবহার করা হবে।-সিএনএন
×