ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফারজানাকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৬:০০, ১৭ জানুয়ারি ২০১৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফারজানাকে বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফারজানা আক্তারের (৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শেরপুর জেলা সদরের নয়াপাড়া লসমানপুর গ্রামে তার বাড়ি। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ আফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা করানো হলে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। শিশুটির পিতা মোঃ ফারুক হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। চিকিৎসার পেছনে সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এমতাবস্থায়, শিশু ফারজানার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৭৪৭৮৪৭৬৩। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ ফারুক হোসেন, পূবালী ব্যাংক লি:, শেরপুর জেলা সদর শাখা, হিসাব নং ৪৭২৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×