ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ বাংলাদেশ জিম্বাবুইয়ে দ্বিতীয় টি২০

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ জানুয়ারি ২০১৬

আজ বাংলাদেশ জিম্বাবুইয়ে দ্বিতীয় টি২০

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আজ বাংলাদেশ। বেলা ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সব দলই এখন টি২০ বিশ্বকাপের জন্য দল গোছানোর কাজে ব্যস্ত। সেরা কম্বিনেশন তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলাদেশ ও জিম্বাবুইয়েও। দুই দলই আবার পরস্পরের বিপক্ষে টি২০ সিরিজ খেলছে। তবে বিশ্বকাপে খেলতে নামার আগে সেরা কম্বিনেশন তৈরির সঙ্গে দুই দলের লক্ষ্যে আছে জয়ও। সেই জয়টি প্রথম টি২০তে পেয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে জিতলে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ। আর হারলে সিরিজে আসবে সমতা। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে কম্বিনেশন তৈরির সঙ্গে জয়ের দিকেই দৃষ্টি রাখছেন। বলেছেন, ‘জয়ের জন্যই খেলতে হবে। আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এখানে অবশ্যই আমাদের জয়ের জন্যই খেলতে হবে। যদিও আমাদের পরিকল্পনা এই ফরমেটে সেরা কম্বিনেশন দাঁড় করানো। এ ছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের দিকেও ফোকাস থাকবে আমাদের। সব মিলিয়ে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ সিরিজের প্রথম টি২০তে কম্বিনেশন তৈরির জন্য চেষ্টাও করা হয়। জয়ও মেলে। হাতুরাসিংহে বলেন, ‘যদি কম্বিনেশনের দিক থেকে বলি, আমরা এ সিরিজে ভিন্ন কিছু করার চেষ্টা করব। আমরা জয়ের জন্য খেলব। তবে সঠিক কম্বিনেশন পেতে আমরা পরীক্ষাও চালাব।’ আজও সেই পরীক্ষা চলবে। জিম্বাবুইয়ে দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোরও কম্বিনেশনের দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে জয়ের লক্ষ্য আছে তার। বলেছেন, ‘বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তাদের মোকাবেলা করা কঠিন। বাংলাদেশের সঙ্গে খেলা এখন একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ জিম্বাবুইয়ে এখন একটু খারাপ অবস্থায় রয়েছে। আবার তারা নিজেদের ফিরে পেতে চায়।’ প্রথম টি২০তে নিজেদের আর ফিরে পায়নি জিম্বাবুইয়ে। হোয়াটমোর জয়ের দিকে দৃষ্টি দিচ্ছেন, ‘মনোবল হারায়নি আমার দলের খেলোয়াড়রা। ঘুরে দাঁড়াতে চায় তারা।’ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ‘যে কোন খেলায় জয়টাই প্রাধান্য পাবে আগে। এর সঙ্গে এই ফরমেটে অনেক কিছু আছে আমাদের দেখার। কম্বিনেশনটা ঠিক রেখে আমরা চেষ্টা করছি কিছু করার। প্রথম প্রাধান্য অবশ্যই জয়। সেই সঙ্গে অবশ্যই ওই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের চেষ্টা থাকবে ভাল একটি কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করা।’ প্রথম টি২০তে জয়ও মিলেছে, আবার কম্বিনেশন ঝালিয়ে নেয়াও হয়েছে।
×