ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরডিক দূতাবাস চালু করবে তিন দেশ

প্রকাশিত: ০৫:১৮, ১৬ জানুয়ারি ২০১৬

নরডিক দূতাবাস চালু করবে তিন দেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন ঢাকায় যৌথভাবে নরডিক দূতাবাস চালু করবে। রাজধানীর গুলশানে একটি ভবন থেকে তিন দেশের যৌথ দূতাবাসের কার্যক্রম শুরু হবে। আগামী ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দূতাবাসের উদ্বোধন করা হবে। সূত্র জানায়, বিভিন্ন দেশে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন যৌথ দূতাবাস ইতোমধ্যেই চালু করেছে। সেখানে তিনটি দেশ একটি ভবন থেকেই তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশেও একটি ভবন থেকেই এই তিন দেশের কার্যক্রম শুরু হবে। এই যৌথ দূতাবাস উদ্বোধন করার জন্য তিনটি দেশ থেকে তিনজন মন্ত্রী ঢাকায় আসছেন। নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন তিনটি দেশই বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। তিনটি দেশই বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর জন্য ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার জন্য তারা পাশে থাকবে বলে জানিয়েছে। এখন একযোগে তিন দেশের কাজ আরও সহজে পরিচালিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। তিন দেশ যৌথভাবে দূতাবাস চালু করলে বাংলাদেশী নাগরিকদের আরও সহজে সেবা চালু দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিন দেশের কূটনীতিকরা। ইতোমধ্যেই ঢাকায় ফ্রান্স ও জার্মানি একযোগে ফ্রাংকো-জার্মান দূতাবাস তৈরি করেছে।
×