ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লাড ক্যান্সারে আক্রান্ত জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৩৩, ১৫ জানুয়ারি ২০১৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ ব্লাড ক্যান্সারে আক্রান্ত জ্যোৎস্না আরা বেগমের (৪৩) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার শিশু সন্তান মো: শাদমান সাকিনও ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালে মারা যায়। চিকিৎসকদের পরামর্শে জ্যোৎস্না বেগমকে ভারতের টাটা মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে প্রায় দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে নিজেদের সঞ্চিত, আত্মীয় স্বজন, শুভাকাক্সক্ষীদের কাছ থেকে প্রাপ্ত প্রায় ৫২ লাখ টাকা। এর মধ্যে ধার ও ঋণের টাকাও রয়েছে। আর্থিক সঙ্কটে পড়ে চিকিৎসা অসমাপ্ত রেখে দেশে ফিরে আসতে হয়েছে জ্যোৎস্না আরা বেগমকে। আরও ছয় মাস চিকিৎসা অব্যাহত রাখলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। অসহায় হয়ে পড়েছেন জ্যোৎস্নার স্বামী একরাম উদ্দিন। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, জ্যোৎস্নার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১৬১১০৪৩৩(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-একরাম উদ্দিন, ডাচ বাংলা ব্যাংক লি:, মিরপুর শাখা, ঢাকা, হিসাব নং -১১৫-১০১-৪৯০৬১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×