ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপসারণ দাবি ছাত্রলীগের

চট্টগ্রামে দুই কলেজের অধ্যক্ষ শিবির সন্ত্রাসীদের আশ্রয়দাতা

প্রকাশিত: ০৫:৩২, ১৫ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে দুই কলেজের অধ্যক্ষ শিবির সন্ত্রাসীদের আশ্রয়দাতা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সরকারী কলেজ ও সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ শিবির সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এই দুই অধ্যক্ষের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করলেই বিষয়টি প্রমাণ হয়ে যাবে। কলেজ দুটিকে জামায়াত শিবিরের আস্তানায় পরিণত করার নেপথ্যে এই দুই অধ্যক্ষই দায়ী বলে অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে মহসিন কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সরকারী দুই কলেজ ছাত্রলীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম কলেজ ছাত্র কামরুল হুদা। লিখিত বক্তব্যে দুই সরকারী কলেজের অধ্যক্ষের অপসারণ ও ৮ দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, এই দুই কলেজের অধ্যক্ষ ও প্রশাসন ছাত্র শিবিরের সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয়দাতা। তাদের কললিস্ট চেক করে দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শিবির সন্ত্রাসীদের কারণে কলেজের পরিবেশ নিরাপদ নয় দাবি করে তারা তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলন থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচীও ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ জানুয়ারি শনিবার চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও, ১৭ জানুয়ারি রবিবার মহসিন কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও, ১৮ জানুয়ারি সোমবার দুই কলেজ ক্যাম্পাস থেকে আবাসিক স্থাপনা উচ্ছেদে জনমত গঠনে ক্যাম্পাসের বাইরের চারদিকে চারটি পথসভা এবং ১৯ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্র জমায়েত ও সমাবেশ।
×