ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:২৪, ১৫ জানুয়ারি ২০১৬

ঝলক

সেলফি নয়, ভেলফি ! সেলফিকে ছাড়িয়ে এবার ভেলফিতে মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এখন ভিডিও সেলফিকে ডাকা হচ্ছে ভেলফি নামে। স্রেফ একটা সেলফি তুলে পোস্ট করার বদলে অনেকেই এখন আগ্রহী হয়ে উঠছেন সেটার ভিডিওর দিকে। ভেলফিতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকারাও। অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, রিচা চাড্ডাকে সম্প্রতি ইন্সটাগ্রামে ভেলফি পোস্ট করতে দেখা গেছে। একদম নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পোস্ট করছেন এ তারকারা। মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সোনম কাপুর তার বন্ধুবান্ধব ও পরিবারের সকলকে নিয়ে ভিডিও সেলফি পোস্ট করেন? আবার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ওয়াজির’-এর অন্যতম দুই অভিনেতা ফারহান আখতার ও অদিতি রাও হায়দারির ভেলফিও বেশ জনপ্রিয় হয়েছে? এর জন্য একটা এ্যানড্রয়েড ফোন বা আই ফোন থাকলেই হলো? ব্যস, তাতেই হয়ে যাচ্ছে ভেলফি। কুকুর বুঝতে পারে কেবল চেনা মানুষের ক্ষেত্রে নয়, অচেনা মানুষের মনের অবস্থাও ধরতে পারে কুকুর। সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। মনের অবস্থা বুঝতে কেবল গায়ের ঘ্রাণই নয়, মানুষের মুখের অভিব্যক্তি আর গলার স্বরও ভূমিকা রাখে। লিঙ্কন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করছেন, প্রাণীদের মধ্যে একমাত্র কুকুরই এই ক্ষমতার অধিকারী। এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড্যানিয়েল মিলস জানান, কুকুর অন্য কুকুরের আনন্দ বা রাগের সময় যেভাবে তাদের মনের অবস্থা বুঝতে পারে, ঠিক তেমনি করেই মানুষের ভিন্ন ভিন্ন অভিব্যক্তি দেখে তারা বোঝে সেই মানুষটির মনের অবস্থা। তিনি আরও বলেন, ‘বর্তমান গবেষণাটি প্রমাণ করেছে, কুকুর অন্য কুকুর ও মানুষের আবেগ স্পষ্টই বুঝতে পারে। এর জন্য কোন প্রশিক্ষণ বা পূর্বপরিচয় দরকার নেই।’
×