ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবনের মূল্য ৫০ হাজার টাকা!

প্রকাশিত: ০৪:২৯, ১৫ জানুয়ারি ২০১৬

জীবনের মূল্য ৫০ হাজার টাকা!

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জেলার বিদ্যুত উন্নয়ন বোর্ডের পিলার গাড়ি থেকে নামানোর সময় সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণে পিলার চাপা পড়ে আবুল হোসেন পাটোয়ারী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু ও আসাদুর রহমান (২৮) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। ঠিকাদার স্থানীয় আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার মৌখিক প্রতিশ্রুতিতে পুরো ঘটনা ম্যানেজ করেছেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে। দুর্ঘটনায় নিহত আবুল হোসেনের পুত্র মাসুদ রানা জানান, পিডিবির ঠিকাদার সুনীল বাবুর অধীনে শ্রমিক হিসেবে তার পিতা পিডিবির ক্যাম্পাসে বুধবার দুপুরে ট্রাক থেকে বিদ্যুত পোল নামাচ্ছিলেন। এ সময় একটি পিলার শ্রমিকদের ওপর চাপা পড়লে আবুল হোসেন ও আসাদুর রহমান আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে আবুল হোসেন মারা যান। এই ঘটনায় ওই এলাকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহযোগিতায় বৃহস্পতিবার সকালে ঠিকাদার সুনীল চক্রবর্তী মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার মৌখিক আশ্বাসে বিষয়টি আপোসরফা করেছেন বলে নিহত শ্রমিকের ছেলে জানান। নাম প্রকাশ না করার শর্তে পিডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পোল লোড-আনলোড করতে নিয়মানুযায়ী যান্ত্রিক প্রযুক্তি (চেনপুলি) ব্যবহার করার কথা। কিন্তু ঠিকাদার কোন চেনপুলি ব্যবহার না করে পোল নামানোর কাজে শ্রমিকদের দায়িত্ব দেন। শ্রমিকরা রশি ও বাঁশ ব্যবহার করে গাড়ি থেকে পোল নামানোর কাজ করে। এ বিষয়ে ঠিকাদার সুনীল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, হতাহত শ্রমিক তারই কাজ করলেও, তার ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োজিত কোন শ্রমিক নয়। এ কারণে দুর্ঘটনার জন্য তিনি দায়ী নন। তবে মৃতের পরিবারের সঙ্গে আপোসরফা কেন, এমন প্রশ্নে ঠিকাদার সুনীল বলেন, মানবিক কারণে সাহায্যে এগিয়ে এসেছি। মিষ্টান্ন ভা-ারকে জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাতীয় পণ্য উৎপাদন, বিক্রির অপরাধে চট্টগ্রামের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান ‘দয়াময়ী মিষ্টান্ন ভা-ারকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নগরীর নন্দনকানন এলাকায় অবস্থিত দয়াময়ী মিষ্টান্ন ভা-ারের খাদ্য প্রস্তুতে যে ঘি ব্যবহৃত হচ্ছে তা এত পুরনো যে, খাবারের অযোগ্য এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বঙ্গবন্ধুকে হত্যার পর আইনের শাসন বন্ধ করা হয়েছিল ॥ আইনমন্ত্রী নিজস্ব সংবাদদাতা জামালপুর, ১৪ জানুয়ারি ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর প্রতি পাকিস্তানের আদালত অবিচার করেছে, তারপরও বঙ্গবন্ধু সেই আদালতের প্রতি কোনদিন অশ্রদ্ধা করেননি। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা ছিল বলেই দেশ স্বাধীন হওয়ার পর ৯ মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান তৈরি করে দিয়েছেন এবং সেই সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আইনমন্ত্রী আর বলেন, ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেয়া হয়েছিল। যে কারণে ২১ বছর বঙ্গবন্ধু হত্যার এজাহার পর্যন্ত করা হয়নি এবং বিচারের জন্যও আইনজীবী নিয়োগে কার্পণ্য দেখানো হয়েছে অথচ তার কন্যা শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় পিছু পা হয়নি। তিনি এ ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। জামালপুর জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্য এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক জামাল আব্দুন নাসের প্রমুখ।
×