ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবাধিকার সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে দেহ ব্যবসা

প্রকাশিত: ০৭:১২, ১৪ জানুয়ারি ২০১৬

মানবাধিকার সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে দেহ ব্যবসা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্রের (আসক) সাইনবোর্ড ঝুলিয়ে মিনি পতিতাপল্লী বসিয়ে ব্যবসা করার অভিযোগে আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এক যৌনকর্মীসহ তাকে পুলিশ গ্রেফতার করে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়সহ মদ, গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশার আসর ও ব্যবসা করার অভিযোগ উঠেছে। আবু সাবাহ ফেরদৌস হোসেন নিজেকে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেয়। এর আগে সে মানবাধিকার কাউন্সিলের মহাসচিব পরিচয় দিয়ে বেশ কয়েক বছর হয়রানি করেছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার সংলগ্ন নারাঙ্গাইতে তার নিজস্ব বাড়ি। এই বাড়িতেই বসিয়েছে মিনি পতিতা পল্লী। পরিচয় আড়াল করতে বাড়ির প্রবেশ মুখে টানিয়েছে আসকের বিশাল সাইনবোর্ড। টিনশেড পাকা বাড়িটিতে রয়েছে ৫৫টি খুপড়ি ঘর। মানিকগঞ্জ সদর থানার এসআই আশুতোষ ভৌমিক জানান, খবর পেয়ে সোমবার রাতে ঐ বাড়িতে হানা দেয়া হয়। পুলিশের অভিযান টের পেয়ে দৌড়াদৌড়ি করে বেশ কয়েকটি ঘর থেকে খদ্দের এবং মেয়েরা পালিয়ে যায়। আটক করা হয় খালেদা খাতুন বন্যা নামের যৌনকর্মী এবং বাড়ির মালিক আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবুকে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবুর বাড়ির প্রধান গেটে আসকের বিশাল সাইনবোর্ড। টাঙ্গাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে ॥ যোগাযোগ বন্ধ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জানুয়ারি ॥ টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি আবারও ভেঙ্গে পড়েছে। বুধবার সকালে মালভর্তি একটি ট্রাক ব্রিজে উঠলে ভেঙ্গে যায়। এ সময় ট্রাকটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা জানায়, বুধবার সকালে সদর উপজেলার বেড়াডোমা এলাকায় লৌহজং নদীতে এই ঘটনা ঘটেছে। ট্রাকটি নদীতে পড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙ্গে পড়ায় পশ্চিম অঞ্চলের সঙ্গে শহরের সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পশ্চিম এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। গত ২ বছর আগে মালবাহী একটি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় ভেঙ্গে গেলে এক বছর সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। এরপর টাঙ্গাইল পৌরসভা কর্তৃকক্ষ এক বছর পূর্বে ব্রিজটি মেরামত করেছিল। বছর ঘুরতে না ঘুরতে আবার বেড়াডোমার বেইলি ব্রিজটি আবারও ভেঙ্গে গেল।
×