ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুবাদের আজ মালদ্বীপ পরীক্ষা

প্রকাশিত: ০৬:৫২, ১৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ যুবাদের আজ মালদ্বীপ পরীক্ষা

রুমেল খান ॥ যশোরে প্রথম ম্যাচে বাগে পেয়েও হারানো যায়নি বাহরাইনকে। ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবার বাংলাদেশ অলিম্পিক দলের দ্বিতীয় পরীক্ষা। প্রতিপক্ষের নাম মালদ্বীপ যুব দল, যারা তাদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে আটকে দিয়েছে বর্তমান শিরোপাধারী মালয়েশিয়াকে (মালয়েশিয়া একাদশ)। বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। একই ভেন্যুতে এর আগে বিকেল ৩টায় কম্বোডিয়া মোকাবেলা করবে বাহরাইনের। দুটোই ‘বি’ গ্রুপের ম্যাচ। বাংলাদেশ যুব দলের জন্য এই ম্যাচটি হবে প্রতিশোধ নেয়ার ম্যাচ। কেননা কদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। সিনিয়র দলের সেই হারের বদলা নিতে মুখিয়ে আছে যুবারা। এবারের আসরে মালদ্বীপ জয় দিয়েই শুভসূচনা করেছে। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দলটি কম্বোডিয়ার বিপক্ষে জয় পায় ৩-২ গোলে। এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে মালদ্বীপ। তাদের পরের স্থানটিই স্বাগতিক বাংলাদেশ অলিম্পিক দলের। আজ মালদ্বীপ যুব দলকে হারাতে পারলে শেষ চারে নাম লেখানো অনেকটাই নিশ্চিত হবে তাদের। এ নিয়ে দলের কোচদের ভাবনা কি? এ ম্যাচ সামনে রেখে দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘বাহরাইনের বিপক্ষে যেভাবে খেলেছি, সেই ধারাটা মালদ্বীপের বিপক্ষেও ধরে রাখতে চাই। সেই সঙ্গে অবশ্যই জিততে চাই।’ জিলানী আরও জানান, দলে কোন চোট সমস্যা নেই। তিনি আরও যোগ করেন, ‘আমাদের বড়রা ওদের বিপক্ষে সাফে হেরেছে। ছেলেদের আমরা সেভাবেই উদ্বুব্ধ করছি যাতে তারা ওই হারের বদলা এবার ঘরের মাটিতে নিতে পারে।’ বাহরাইনের বিপক্ষে যুব দলের গোলদাতা ইউসুফ সিফাত বলেন, ‘ঘরের মাঠে ম্যাচ। অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামব। সাফে আমরা ওদের বিপক্ষে হেরেছি। কোচ আমাদের বলেছেন এই ম্যাচ তোমাদের জিততে হবে। আমরাও চাই মালদ্বীপকে হারিয়ে বড় ভাইদের হারের বদলা নিতে।’ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ উপলক্ষে বুধবার কোন অনুশীলন করেনি বাংলাদেশ অলিম্পিক দল। বিশ্রামেই ছিলেন দলের ফুটবলাররা। যশোরে বাহরাইনের বিপক্ষে ম্যাচ খেলার পরের দিন ঢাকায় পা রেখেই রেজাউল রেজাদের তাড়া ছিল হোটেলে উঠে যশোরে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপ বনাম কম্বোডিয়ার ম্যাচটা দেখতে হবে টিভিতে। কারণ নিজেদের পরের ম্যাচেই যে প্রতিপক্ষ মালদ্বীপ। দলের অধিনায়ক রেজাউল রেজা বলেন, ‘মালদ্বীপ ভাল দল। বিশেষ করে আক্রমণভাগে। তবে সেমিফাইনাল খেলতে হলে তাদের তো হারাতেই হবে। আমাদের লক্ষ্যই জয়।’ আজকের ম্যাচে বাহরাইনের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার হওয়া রুবেল মিয়া পেশীতে টান পড়ায় খেলবেন না। এটা একটা ধাক্কা বাংলাদেশের জন্য। স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো। বাহরাইনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই প্রথম পরীক্ষায় অবতীর্ণ হন যুব দলের এই হেড কোচ। সে পরীক্ষায় ফুল মার্কস না পেলেও মোটামুটি ভাল নম্বরই পান। বাংলাদেশ দলের যুবাদের খেলায় বেশ আনন্দই পায় দর্শকরা। পরিস্থিতি অনুযায়ী কখনও লম্বা পাসে, কখনও ছোট পাসে খেলে তারা। শারীরিক সক্ষমতায় বাহরাইনের ফুটবলারদের চেয়ে পিছিয়ে থাকলেও অনেকটা সময় তাদের সঙ্গে পাল্লা দিয়েই খেলার চেষ্টা করে। পক্ষান্তরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ আরও বেশি গোলের ব্যবধানেও জিততে পারতো। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় এবং দুর্ভাগ্যের জন্য গোলসংখ্যা বাড়াতে পারেনি। জিতলেও বাংলাদেশের রক্ষণভাগের খেলা তেমন মন ভরাতে পারেনি। তাদের ব্যর্থতার কারণেই দুটি গোল ‘খামোখা’ উপহার হিসেবে পেয়ে যায় সফরকারী লঙ্কান দল! সে তুলনায় যুব দল মাত্র একটি ভুল করে এবং হজম করে একটি গোল। এখন দেখার বিষয় আজকের খেলায় মালদ্বীপকে হারিয়ে বদলা নেয়ার পাশাপাশি সেমিতে খেলার সম্ভাবনা তৈরি করতে পারে কি না বাংলাদেশ অলিম্পিক দল।
×