ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইওএনএস সম্মেলন সমাপ্ত

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ জানুয়ারি ২০১৬

আইওএনএস সম্মেলন সমাপ্ত

ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধান ও উর্ধতন নৌ কর্মকর্তাদের সমাপনী সভা ‘কনক্লেভ অব চীফ’-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ‘আইওএনএস-২০১৬’ শীর্ষক ৫ম আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলন বুধবার ঢাকাস্থ হোটেল রেডিসনে সফলভাবে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে মোট ২১টি সদস্য দেশের নৌবাহিনী প্রধান ও উর্ধতন নৌ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত সোমবার এ সম্মেলনের উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ-কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব, উক্ত অঞ্চলের সমুদ্র নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সদস্য দেশসমূহের করণীয়, ব্লু-ইকোনমির কৌশলগত কাঠামো পরিকল্পনা, সমুদ্র বাণিজ্য নিরাপত্তার ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতা, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা এবং পারস্পরিক মেরিটাইম সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।-আইএসপিআর বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিৎসা সরঞ্জাম দান স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্তদের সহায়তার জন্য চিকিৎসা উপকরণ দিয়েছেন মোয়াজুর রহমান মারুফ নামের এক অস্ট্রেলিয়ান চিকিৎসক। তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের হাতে সাড়ে সাত লক্ষাধিক টাকা মূল্যের ড্রাগ ইলুইটিং স্টেন্ট ও বেলুন তুলে দেন মোয়াজুর রহমান মারুফ। চিকিৎসা উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সিন্ডিকেট মেম্বার ডাঃ হারিসুল হক, চীফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডাঃ একেএম শরীফুল ইসলাম, সহকারী প্রক্টর ডাঃ এসএম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সহকারী অধ্যাপক ডাঃ জাহানারা আরজু প্রমুখ।
×