ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার

প্রকাশিত: ১৮:৫২, ১২ জানুয়ারি ২০১৬

বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার

অনলাইন ডেস্ক‍॥ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যোগ দিচ্ছেন। ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতীয় হাইকমিশন জানায়, শ্রিংলা বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। বৃহস্পতিবার ব্যাংকক থেকেই সরাসরি ঢাকার নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি। গত বছরের ১৮ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত করে হর্ষ বর্ধন শ্রিংলাকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। এরপর ১৯ ডিসেম্বর ঢাকা ছাড়েন ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ। তিনি রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। ঢাকাস্থ ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। ভারতের সরকারি কর্মকমিশনে ১৯৮৪ সালের ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন হর্ষ বর্ধন শ্রিংলা। দীর্ঘ ৩০ বছরের কূটনৈতিক জীবনে শ্রিংলা নয়াদিল্লিতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস এবং প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
×