ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে বিদ্যুত কর্মীকে মারপিট

প্রকাশিত: ০৮:১২, ১২ জানুয়ারি ২০১৬

যশোরে বিদ্যুত কর্মীকে মারপিট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ উপশহরে বিদ্যুত বিভাগের গাড়িতে অগ্নিসংযোগ চেষ্টা ও দুই লাইনম্যানকে মারপিট করেছে দুষ্টচক্র। এ ঘটনায় ওজোপাডিকো যশোরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম থানায় এজাহার দিয়েছেন। আহতরা হচ্ছেন- লাইনম্যান মোজাম্মেল হোসেন ও আজাদুর রহমান। তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। দিনাজপুরে জাল ডাকটিকেট স্ট্যাম্পসহ আটক দুই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলায় তিন লাখ টাকা মূল্যের জাল ডাকটিকেট ও রাজস্ব স্ট্যাম্পসহ দুজনকে আটক করেছে র‌্যাব। রবিবার রাত ১২টার দিকে বিরলের সাকই পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শফিউদ্দিন ও শাহজাহান আলী। তারা বিরল উপজেলার সাকই পলাশবাড়ী গ্রামের বাসিন্দা। শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ জানুয়ারি ॥ ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠন জয়পুরহাটের শিশু সংগঠন এনসিটিএফের তত্ত্বাবধানে জয়পুরহাটের ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পরিয়ে দেয়। সোমবার জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নবনির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। মানবপাচার বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবপাচার প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বিরুদ্ধে মানবপাচারকারী রেজিয়া আকতার রেবীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে শহরের আদালত প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী জিন্নাত, এইচএম এরশাদ প্রমুখ।
×