ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোহরায়ার্দীতে আওয়ামী লীগের জনসভা আজ

প্রকাশিত: ০৫:২৫, ১১ জানুয়ারি ২০১৬

সোহরায়ার্দীতে আওয়ামী লীগের জনসভা  আজ

বিশেষ প্রতিনিধি ॥ ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে আজ সোমবার আওয়ামী লীগের জনসভা। জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেলা আড়াইটায় শুরু এ জনসভায় সভাপতির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা বর্তমান সরকারের দু’বছর পূর্তির আগের দিন জনসভায় বিপুলসংখ্যক মানুষের ঢল নামিয়ে রাজধানীতে আজ বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। ইতোমধ্যে সোহ্রাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে জনসভার বিশাল মঞ্চ। রবিবার সকাল থেকেই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মাঠটির নিয়ন্ত্রণ নিয়ে গড়ে তুলেছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জনসভায় মানুষের ঢল নামাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন ধরেই দলের সকল সহযোগী, ভাতৃপ্রতীম সংগঠন ছাড়াও ঢাকা মহানগরীর সকল সংসদ সদস্য, মহানগর নেতা এবং দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। ঢাকা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীদের জনসভায় উপস্থিতি নিশ্চিত করতে সেসব জেলার নেতা ও এমপিদের সঙ্গেও বৈঠক করেছেন তারা। আয়োজকদের দাবি, আজকের জনসভায় বিপুলসংখ্যক মানুষের ঢল নামবে। বিকেলে জনসভার মঞ্চ পরিদর্শনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির মধ্যে ভাঙ্গনের ভূমিকম্প শুরু হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতি সন্ত্রাস ও নৈরাজ্য করেছিল। আবার বিরোধীদলে থাকাকালেও বিভিন্ন নাশকতামূলক কর্মকা- করেছিল। বিগত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে জনগণের ভোটাধিকার হরণের জন্য সন্ত্রাসী কর্মকা- চালায় বিএনপি-জামায়াত জোট। তিনি বলেন, বিএনপির ভুল রাজনীতি, সিদ্ধান্ত ও অনৈসলামিক কর্মকা-ের জন্য দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও জোটভুক্ত দল ইসলামী ঐক্যজোট বের হয়ে গেছে। শুধু তারাই নয় অনেক নীতিবান নেতা ও দলই বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। তাই বিএনপির মধ্যে ভাঙনের ভূমিকম্প চলছে। এ ভূমিকম্পে বিএনপি কতক্ষণ টিকে তা দেখার অপেক্ষায় রয়েছে দেশের জনগণ। ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, এর চেয়ে হাস্যকর কথা আমরা শুনিনি। টানা দুইবার ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এখন পরিপূর্ণতা পেয়েছে। দেশের জনগণও মনে করে দেশের একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে। ক্ষমতা ও সংসদের বাহিরে থেকে দেউলিয়া হয়ে গেছে আসলে বিএনপিই। দেউলিয়া হয়ে এখন তারা পাগলের প্রলাপ বকছে। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের ৮০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। কালকের (সোমবার) জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে তার প্রমাণ আরেকবার হবে। মঞ্চ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ড. আবদুর রাজ্জাক এমপি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ড. হাছান মাহমুদ এমপি, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এদিকে আজকের জনসভা সফল করতে রবিবার রাতে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে মাহবুব-উল-আলম হানিফ, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দলীয় মেয়র ও কাউন্সিলরদের জনসভায় নিজ নিজ এলাকা থেকে সাধ্যমত নেতাকর্মী উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়।
×