ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় তৈয়েবুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

প্রকাশিত: ০৬:০৫, ১০ জানুয়ারি ২০১৬

খুলনায় তৈয়েবুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান স্মরণে শনিবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাযহারুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রফেসর মুজিবর রহমান, বিএনপির বর্ষীয়ান নেতা এম নুরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা এ্যাডভোকেট মঞ্জুরুল আলম, বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোকের নির্বাহী পরিচালক কাজী ওয়াহিদুজ্জামান, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, শেখ তৈয়েবুর রহমান দীর্ঘদিন খুলনাবাসীকে সেবা দিয়ে গেছেন। একটানা ১৭ বছর খুলনা সিটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু এতদাঞ্চলের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, এ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান গত ১ জানুয়ারি রাতে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এশিয়ান ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো সম্প্রতি। ঢাকার উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯টায় ভিসি ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটার আয়োজন করা হয়, উড়ানো হয় বিশ্ববিদ্যালয়ের নাম খচিত ফেস্টুনসহ বর্ণিল রঙের বেলুন; সঙ্গে পিঠা, ফুচকা, চটপটি, মিষ্টিসহ ছিল নানা ধরনের খাবারের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকম-লীসহ সকলের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এ সময়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান সাদেক আগত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষকম-লী ও কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। এ কর্মসূচীর মধ্যে রয়েছে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ফ্যামিলি ডে, শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, বিচিত্রানুষ্ঠান ইত্যাদি। -বিজ্ঞপ্তি গ্রিন ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ শনিবার দিনব্যাপী পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, কেক কাটা, আনন্দ র‌্যালি, মোবাইল প্লেনারী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, ট্রেজারার শহীদ উল্লাহসহ বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতে কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির। স্বাগত বক্তব্য প্রদান করেন শহীদ উল্লাহ, ট্রেজারার, জিইউবি। -বিজ্ঞপ্তি
×