ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন দাবিতে নাটোর এনএস কলেজে তালা

প্রকাশিত: ০৬:০৪, ১০ জানুয়ারি ২০১৬

নির্বাচন দাবিতে নাটোর এনএস কলেজে তালা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ জানুয়ারি ॥ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ভাংচুর বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ ছাত্রলীগ। শনিবার বেলা ১১টায় এ ঘটনায় কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছে শিক্ষার্থীরা। এছাড়া রবিবার বেলা ১১টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীরা জানায়, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে চেয়ার-বেঞ্চসহ আসবাবপত্র ভাংচুর করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে প্রাচীর টপকে বের হতে গিয়ে আহত হয় শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি কলেজের বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করে তারা। বাউফলে দুর্বৃত্তের আগুনে পুড়ল এক শ’ ৪০ মণ ধান নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ জানুয়ারি ॥ বাউফলের নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে আবু হানিফ নামের এক কৃষকের চারটি ধানের গোলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েক দিন আগে কৃষক আবু হানিফ তার ৯ একর জমির আমন ধান কেটে বাড়ির পাশে উঠানে চারটি গোলা করে রাখে। ঘটনার দিন রাত ১২টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা ওই চারটি ধানের গোলা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই চারটি গোলায় ১শ’ ৪০ মন ধান ছিল। যার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘন কুয়াশায় সাড়ে ৫ ঘণ্টা ফেরি বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ শিমুলিয়া-কাওড়াকান্দি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সোয়া ৯টায় আবার সচল হয়েছে। এ সময় ধরে দুই সহস্রাধিক যাত্রীসহ আট ফেরি পদ্মা নদীতে আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া বিআইডব্লিউটিসি’র ম্যানেজার গিয়াসউদ্দিন পাটুয়ারী জানান, ভোর ৪টায় কুয়াশার চাঁদরে ঢাকা পরে ঘাটের চারপাশ। এতে বিকন বাতি বা খুব কাছের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এ সময় আটটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হয়েছে। মির্জাপুরে লিমা হত্যাকারীদের ফাঁসি দাবি নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৯ জানুয়ারি॥ পঞ্চম শ্রেণীর ছাত্রী লিমা হত্যাকারীদের ফাঁসি চায় তার পরিবারের সদস্যরা। লিমা জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামের প্রবাসী লুৎফর রহমান খানের মেয়ে। গতকাল শনিবার সকালে তার পরিবারের সদস্যরা মির্জাপুর প্রেসক্লাবে এসে এ দাবি করে। পুলিশ জানায়, লিমা পাকুল্যা বাজারের চারতলা ভবনে অবস্থিত সানমুন কোচিং সেন্টারের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। ২০০৮ সালের ২২ জুন লিমার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার দাদা চুকুরিয়া গ্রামের আজাহারুল ইসলাম খান মির্জাপুর থানায় মামলা করেন। এতে কোচিং সেন্টারের শিক্ষক উপজেলার ভাবখ- গ্রামের ওসমান আলী খান, কাজের বুয়া পাকুল্যা গ্রামের মোমেনা খাতুন, দুই পরিচালক মহসিন খান মজলিস ও বজলুর রহমান ভূঁইয়াকে আসামি করা হয়। লিমাকে বঁটি দিয়ে ঘাড়ে ও গলায় কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। পুলিশের দেয়া অভিযোগপত্র থেকে জানা যায়, শিক্ষক ওসমান আলী লিমাকে ধর্ষণের জন্য কোচিংয়ের একটি কক্ষে নিয়ে যায়। এ সময় লিমা চিৎকার করে। ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে ওসমান তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে, যা মোমেনা দেখলে ওসমান তাঁকে ভয় দেখায় এবং লিমার লাশ লুকিয়ে রাখতে সহায়তা করতে বলে। পরে তারা দুজন মিলে লিমার মৃতদেহ বারান্দায় সরিয়ে রাখে। এছাড়া কোচিং সেন্টারের দুই পরিচালক মহসিন ও বজলুর ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে আসামিদের সবাই জামিনে রয়েছে।
×