ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির সঙ্গে সংলাপে ও. কাদেরের তিন শর্ত

প্রকাশিত: ০৮:৫৫, ৭ জানুয়ারি ২০১৬

বিএনপির সঙ্গে সংলাপে ও. কাদেরের তিন শর্ত

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির সঙ্গে সংলাপ-সমঝোতায় বসতে সুনির্দিষ্ট তিনটি শর্ত পূরণের প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর দেয়া তিনটি শর্তের মধ্যে রয়েছে- ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে খালেদা জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা পরিহার এবং পাকিস্তানী ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তিনটি শর্ত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই তিন শর্ত মানলে গণতন্ত্রের স্বার্থে ‘সমঝোতা ও সংলাপের’ জন্য আওয়ামী লীগ রক্তাক্ত ইতিহাসসহ অনেক কিছু ভুলতে পারে। সমঝোতার শর্ত তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর দিন শেখ রাসেলেরও শাহাদাতবার্ষিকী। বঙ্গবন্ধুর শাহাদাতের দিনে ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কেক কাটা বন্ধ করতে হবে। আমাদের পরিষ্কার কথাÑ গণতন্ত্রের স্বার্থে সমঝোতা চাই। কিন্তু বিএনপিকে সমঝোতার স্বার্থে পাকিস্তানী ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা বন্ধ করতে হবে। এই তিন বিষয়ে সমঝোতা হলে সংলাপও হবে, সমঝোতাও হবে।
×