ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘এন জে টেন’ -এর ভাবনা!

প্রকাশিত: ০৫:৪৬, ৬ জানুয়ারি ২০১৬

‘এন জে টেন’ -এর ভাবনা!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনায় বেশ সুখেই আছেন নেইমার। ব্রাজিলিয়ান অধিনায়ক কাতালানদের সঙ্গে নতুন চুক্তি করবেন বলেও একপ্রকার নিশ্চিত। কিন্তু অদূর ভবিষ্যতে তিনি ন্যুক্যাম্পে থাকবেন কি না সেটা স্পষ্ট নয়। সম্প্রতি এক সাক্ষাতকারে এমন ইঙ্গিতই দিয়েছেন নেইমার। অনেকদিন ধরেই গুঞ্জন আছে, নেইমার বার্সা ছাড়াতে পারেন। সেক্ষেত্রে তিনি ম্যানচেস্টার সিটি কিংবা রিয়াল মাদ্রিদে যেতে পারেন। স্প্যানিশ মিডিয়ার খবর নেইমারকে পেতে মরিয়া রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। ভবিষ্যতে বার্সায় থাকবেন কি না সে নিশ্চয়তা দিতে পারছেন না নেইমার নিজেই! এ প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে আমরা কথা বলছি। চুক্তি নবায়নের বিষয়ে আমি আশাবাদী। কিন্তু ভবিষ্যতে কি হবে সে বিষয়ে আমি নিশ্চিত নই। ব্রাজিল অধিনায়কের এমন বক্তব্যে অনেকেই আবার নড়েচড়ে বসেছেন। পেপ গার্ডিওলা ইংলিশ ক্লাব ম্যানসিটিতে যোগ দিলে তিনিও সেখানে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, আমি আসলে জানি না। জীবন অনেক বড়। ভবিষ্যত সম্পর্কে নিশ্চিতভাবে আপনি কিছুই বলতে পারেন না। সম্প্রতি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে সমালোচনা করেন নেইমারের। পেলের মতে, নেইমার রক্ষণে অবদান রাখেন না। গোলের সুযোগও সৃষ্টি করেন না। এমনকি নেইমারকে তার সাবেক ক্লাব সান্টোসের সেরা দশ খেলোয়াড়ের মধ্যেও রাখতে পারছেন না বলে উল্লেখ করেন কিংবদন্তি পেলে। অবশ্য নেইমার পেলের এসব সমালোচনা একপ্রকার উড়িয়েই দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এটা শুনিনি। পেলে যা পছন্দ করেন তাই বলতে পারেন। আমি আমার কাজ নিয়ে কথা বলি। চলমান মৌসুমে বার্সিলোনার হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ডের খেলায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। কিন্তু পেলের মন জয় করতে পারেননি সেলেসাওদের বর্তমান কা-ারি। তবে পেলের মন জয় করতে না পারলেও তারকা কোচ ফ্যাবিও কাপেলোকে ঠিকই মুগ্ধ করতে পেরেছেন নেইমার। রাশিয়া ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ সাক্ষাতকারে নেইমারের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। ১৪ গোল কলে এবারের মৌসুমে এখন পর্যন্ত স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন নেইমার। বার্সিলোনা সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন ব্রাজিল অধিনায়ক। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্টোস থেকে ন্যুক্যাম্পের ক্লাবটিতে নাম লেখান নেইমার। নতুন ক্লাবে প্রথম মৌসুমে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। তবে ধীরে ধীরে বার্সায় নিজেকে মানিয়ে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। নেইমারের প্রশংসা করে কাপেলো বলেন, একজন ফুটবলার চোখ ধাঁধানো উন্নতি করছে, সে নেইমার। তাকে যখন আমি ব্রাজিলের হয়ে খেলতে দেখেছিলাম, তখন সে ভাল একজন খেলোয়াড় ছিল। কিন্তু সে দশ মিনিট খেলল এবং মিলিয়ে গেল। এখন সে অনেক দৌড়ায়, অনেক লড়াই করে। হাঁটুর চোটের কারণে বার্সিলোনার সেরা তারকা মেসি এ মৌসুমে প্রায় দুই মাস মাঠের বাইরে কাটান। এই সময় কাতালানদের চালিকাশক্তি হিসেবে খেলেন নেইমার। মেসির অনুপস্থিতে লা লিগায় পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় বার্সিলোনা। এই ম্যাচগুলোতে নেইমার ৮ গোল করেন। সতীর্থদের তিন গোলে সহায়তাও করেন তিনি। নেইমারের প্রশংসা করতে গিয়ে এই সময়কে উল্লেখ করেন কাপেলো। বলেন, আমি মনে করি মেসিকে ছাড়া ওই দুই মাস বার্সিলানার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। যা নেইমারের কারণে সফলভাবে পার করেছে ক্লাবটি।
×