ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার দায়ে বরখাস্ত রাফায়েল বেনিতেজ, রিয়াল মাদ্রিদের নতুন কোচ ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদান, দায়িত্ব পেয়েই শিষ্যদের নিয়ে অনুশীলনে জিজু

রিয়াল মাদ্রিদের স্বর্ণযুগ ফেরাতে চান জিদান

প্রকাশিত: ০৫:৩২, ৬ জানুয়ারি ২০১৬

 রিয়াল মাদ্রিদের স্বর্ণযুগ ফেরাতে চান জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন থেকেই মনের কোণে লালন করছেন কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এ লক্ষ্যেই রিয়াল মাদ্রিদের ‘বি’ টিম হয়ে মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন জিনেদিন জিদান। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফুটবলারের। কেননা রিয়াল মাদ্রিদের মূল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৩ বছর বয়সী জিদান। ব্যর্থতার দায়ে রাফায়েল বেনিতেজকে সোমবার বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এরপর কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে জিদানকে। দায়িত্ব পাওয়ার পর জিদান জানিয়েছেন, রিয়ালের স্বর্ণযুগ ফিরিয়ে আনাই তার প্রধান চ্যালেঞ্জ। গত ৩ জুন সাবেক কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে সান্টিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছিলেন বেনিতেজ। কিন্তু মাত্র সাত মাসের মধ্যেই তল্পিতল্পা গোছাতে হলো স্প্যানিশ এই কোচকে। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ছিল বেনিতেজ বরখাস্ত হচ্ছেন। তবে পরশু এই সংবাদটি ছড়িয়ে পড়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে। পরে রাতে ক্লাবের পরিচালনা পর্ষদের জরুরী বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বেনিতেজকে বরখাস্তের ঘোষণা দেয় রিয়াল। বেনিতেজের অধীনে ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটিতে হেরেছ রিয়াল। তিনটি হারই স্প্যানিশ লা লিগায়। এ সময় দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লীগের শেষে ষোলোতে উঠেছে সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু লা লিগায় এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার কাছে ৪-০ গোলে হার ও বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট খোয়ানোয় বিদায় ত্বরান্বিত হয়েছে বেনিতেজের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, বেনিতেজের ভাগ্য ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচের পর পরই নির্ধারণ হয়ে যায়। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচ ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইউরোপের সফল ক্লাব রিয়ালকে। ভ্যালেন্সিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর ১৮ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থেকে যায় রিয়াল, যা শীর্ষে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট কম। এরপরই নাকি রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বেনিতেজকে সরিয়ে দেয়ার পাকাপাকি সিদ্ধান্ত নেন। বেনিতেজকে সরানোর সিদ্ধান্ত কেন পরিচালনা পর্ষদ নিয়েছে তার ব্যাখ্যা অবশ্য দেননি পেরেজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াল মাদ্রিদে কোচ থাকার সময় বেনিতেজের অবদানের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী তারকা জিদান ২০১৪ সাল থেকে রিয়ালের ‘বি’ দলের দায়িত্বে ছিলেন। এর আগে রিয়ালের মূল দলে কোচ কার্লো আনচেলত্তির কোচিং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তখনই রেকর্ড দশমবারের মতো ইউরোপসেরা হয় রিয়াল। যেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখে তিনি। খেলোয়াড় হিসেবে রিয়ালের স্বর্ণযুগের দলের সদস্য ছিলেন জিদান। ২০০১ সালে দলবদলের রেকর্ড গড়ে জুভেন্টাস থেকে ফ্রান্সের বিশ্বকাপ ও ইউরো জয়ী দলের সদস্য জিদানকে নিয়ে আসে রিয়াল। লুইস ফিগো, রাউল গঞ্জালেস ও বড় রোনাল্ডোর মতো তারকার সঙ্গে রিয়ালকে সাফল্য এনে দেন তিনি। রিয়ালকে ২০০৩ সালে লা লিগা জেতানোর পর ওই বছরের ফিফা বর্ষসেরা পুরস্কারও জেতেন জিদান। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জিদান বলেন, এ দায়িত্ব পালনের সময় ভাল কিছু করার জন্য আমি আমার চেষ্টার সবটুকুই করব। আমি আমার মনপ্রাণ দিয়ে উজাড় করে দেব। যেন সবকিছু ঠিকভাবে চলে। তিনি আরও বলেন, প্রয়োজনে আমি সব খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কথা বলব। খেলোয়াড়দের সামথ্য আছে সর্বোচ্চ সাফল্যের। আশা করছি দল ঘুরে দাঁড়াবে। আত্মবিশ্বাসী জিদান বলেন, আমরা বিশ্বের সেরা ক্লাবের সঙ্গে আছি। আমাদের সমর্থকরাও সবার সেরা। এখন আমার প্রধান লক্ষ্য আমার সেরাটা দিয়ে মৌসুমে যত বেশি সম্ভব সাফল্য এনে দেয়া। কোচ হিসেবে স্বপ্নপূরণ হতে চলেছে কিংবদন্তি এই সাবেক ফুটবলারের। তাই তো তিনি বলেন, এটা আমার জন্য আবেগের। আমি খেলোয়াড় হিসেবে এখানে চুক্তি করেছিলাম। এখন কোচ হিসেবেও তাই করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। কোচ জিদানকে আগামী শনিবারই রিয়াল প্রথম পরীক্ষার মুখোমুখি হতে হবে। ওইদিন স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ লড়বে ডিপোর্টিভো লা করুনার বিপক্ষে। এ লক্ষ্যে মঙ্গলবারই শিষ্যদের নিয়ে অনুশীলনে নামেন জিজু।
×