ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখ্যসচিব আবুল কালাম আজাদকে চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশিত: ০৪:১৫, ৬ জানুয়ারি ২০১৬

মুখ্যসচিব আবুল কালাম আজাদকে চুক্তিভিত্তিক নিয়োগ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামী ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বছর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৫৭ সালের ৭ জানুয়ারি জামালপুরে জন্ম নেয়া আবুল কালাম এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং বিদ্যুত বিভাগের সচিব ছিলেন। নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে মঙ্গলবার ঢাকাস্থ নাবিক কলোনী, মিরপুর-১৪-এ গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার এ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমোডর সৈয়দ মকছুমুল হাকিমসহ নৌবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর হাতি নিয়ে ব্যবসা রাজধানীর ব্যস্ততম এয়ারপোর্ট রোডে রবিবার বড়সড়ো দুটি হাতি নিয়ে চার মাহুতকে সানন্দে চলাচল করতে দেখা যায়। আইন অমান্য করে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায়, ব্যস্ত সড়কে যান চলাচলে বাঁধা সৃষ্টিসহ বিভিন্নভাবে হাতি নিয়ে ব্যবসা করার বিষয়টি প্রশাসনের চোখের সামনে ঘটলেও এ বিষয়ে কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই এদিকে নজর দিবে বলে নগরবাসীর প্রত্যাশা। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। মায়ের ভালবাসা মা বলে কথা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা গেল একটি ছাগলকে। বাচ্চা ছাগলকে আক্রমণ করতে উদ্যত হয় একটি কুকুর। এ সময় তেড়ে আসে মা ছাগল। ছাগলটি তার শিং দিয়ে কুকুরকে পাল্টা আক্রমণ করে। অবশেষে লড়াইয়ের এক পর্যায়ে পরাজয় স্বীকার করে পিছু হটে কুকুরটি। মঙ্গলবার তুরাগ এলাকা হতে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী শেখ মামুন ।
×