ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে আগাম বোরো রোপণ শুরু

প্রকাশিত: ০৪:০০, ৬ জানুয়ারি ২০১৬

বরিশালে আগাম বোরো রোপণ শুরু

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ কৃষিনির্ভর ও শস্য ভা-ার বলেখ্যাত বরিশাল কৃষি অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় রোপা আমনের বাম্পার ফলনে কৃষক মহাখুশি হয়ে এবার আগাম বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত কয়েকদিন থেকে গোটা দক্ষিণাঞ্চলের নিচু জমিতে শুরু হয়েছে আগাম ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ। প্রচ- শীতের মাঝেও আগাম ইরি-বোরো চাষে কৃষকেরা এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। ফলে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক পরিবারের সদস্যরা। তবে অন্যান্য বছরের ন্যায় এবারও কৃষকেরা বাম্পার ফলনের আশায় কৃষি কর্মকর্তাদের পরামর্শে জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ ও লাইন দিয়ে ধানের চারা রোপণ করছেন। জানা গেছে, জেলার বাবুগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি উপজেলার ইরি ব্লকের নিচু জমিতে গত কয়েকদিন থেকে আগাম ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ শুরু হয়েছে। গোবিন্দগঞ্জে আদম ব্যাপারীর খপ্পরে দৃষ্টিপ্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ জানুয়ারি ॥ বেকারত্ব থেকে মুক্তি এবং অধিক আয়ের আশায় ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নিজের সর্বস্ব বিক্রি করে এক আদম ব্যাপারীকে দিয়ে প্রতারিত হয়ে পথে বসেছেন এক দৃষ্টি প্রতিবন্ধী কৃষক। প্রতারক ওই দালালচক্রের খপ্পরে পড়ে তাদের আরও দুই আত্মীয়েরও একই অবস্থা হলেও অসহায় পরিবারগুলো টাকা উদ্ধার বা তাদের কোন বিচারের মুখোমখি করতে পারেনি। গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের পার্শ্ববর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকার প্রভাবশালী ওই দালালচক্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলা করেও কাজ হয়নি বরং মামলা করার অপরাধে এখন প্রাণনাশের হুমকির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিবন্ধী বুলু মিয়া। অভিযোগ জানা গেছে, গাইবান্ধা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী কৃষক বুলু মিয়া তার ছেলে গোলাম আজমকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য একই গ্রামের শরিফুল ইসলামকে ৪ লাখ টাকা দেন গত বছরের জানুয়ারি মাসে। একই সময়ে তাদের আত্মীয় রব্বানীর কাছ থেকেও চার লাখ টাকা নেন তারা একই কারণে। নানা টালবাহানা করে বিভিন্ন সময়ে আরও দুই লক্ষাধিক টাকা নেয়ার পর গত বছরের নবেম্বর মাসে মালয়েশিয়ার কথা বলে প্রতারণা করে গোলাম আজম ও রব্বানীকে কাতারের এক দালালচক্রের কাছে পাঠিয়ে দেয়। সেখানে তাদের ওপর বিভিন্ন উপায়ে নির্যাতন চালিয়ে দিনরাত অমানুষিক পরিশ্রম করতে বাধ্য করে ওই চক্রটি। অনাহারে-অর্ধাহারে দুই সপ্তাহ কাটানোর পর তারা পালিয়ে সেখানকার পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কাতার পুলিশ গতবছরের ৩০ নবেম্বর তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
×