ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফ ফুটবলে ব্যর্থতায় দায়ী ম্যানেজমেন্ট

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৬

সাফ ফুটবলে ব্যর্থতায় দায়ী ম্যানেজমেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সাফে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টই দায়ী। আর এজন্যই বাফুফের গুরুত্বপূর্ণ এই পদটিতে রদবদল করা হয়েছে।’ এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নব নিযুক্ত ম্যানেজার ইলিয়াস হোসেন। পাশাপাশি এই ব্যর্থতার দায়ভার জাতীয় দলের থাকলেও পাইপলাইনে পর্যাপ্ত ফুটবলার না থাকায় সেখানে এখনই পরিবর্তন সম্ভব নয় বলেও জানান তিনি। সাফ ব্যর্থতার জন্য প্রথম আঘাতটা যে টিম ম্যানেজমেন্টের ওপরই পড়তে যাচ্ছে তার আভাস বাফুফে দিয়ে রেখেছিল আগেই। সপ্তাহ না পেরুতেই এবার মিলল তার সত্যতা। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য জাতীয় দলের টিম ম্যানেজারের গুরু দায়িত্বটা এখন নির্বাহী কমিটির সদস্য ইলিয়াস হোসেনের কাঁধে। আর টিম লিডারের দায়িত্বটা পেয়েছেন আজমল আহমেদ তপন। সাফ চ্যাম্পিয়নশিপে কেন আসেনি আশানুরূপ ফল? এই জুটির কাঁধেই ছিল বিষয়টির তদন্ত ভার। কিন্তু সেই রিপোর্ট দেয়ার আগেই দলের গুরুত্বপূর্ণ পদ দুটিতে আসীন হয়েছেন ইলিয়াস-আজমল। আর দায়িত্ব নিয়ে কোন প্রতিবেদন ছাড়াই সাফ ব্যর্থতার দায়ভার চাপালেন টিম ম্যানেজমেন্টের কাঁধে। সাফ ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টকে বলিরপাঁঠা করা হলেও, ফুটবলপাড়ায় গুঞ্জন আছে এমন ফলের জন্য অনেকাংশেই দায়ী দলীয় বিশৃঙ্খলার। যে বিষয়টিকে শক্ত হাতে দমন করে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। টিকেটের মূল্য নির্ধারণ বঙ্গবন্ধু গোল্ডকাপ স্পোর্টস রিপোর্টার ॥ যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় গ্যালারির টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫০ ও ১০০ টাকা। এছাড়া ভিআইপি টিকেটের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ২০০ ও ৩০০ টাকা। যশোরের জেলা প্রশাসকের অফিসে আয়োজক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় টিকেটের মূল্যসহ টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও বাদল রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, যশোর ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠু। ১১ জানুয়ারি পর্যন্ত চলবে যশোর পর্বের খেলা। এরপর ১২ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে ছয় বিদেশী, বাংলাদেশ অনুর্ধ ২৩ ও বাংলাদেশ জাতীয় দলের এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপে এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এর এয়ারলাইন্স পার্টনার মনোনীত হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি আগামী ৮ জানুয়ারি থেকে যশোর ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও যশোরে শামস-উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ অনুর্ধ ২৩ দলসহ বিভিন্ন দেশের আটটি জাতীয় দল দু’গ্রুপে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৮ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে টুর্নামেন্টটির এয়ারলাইন্স পার্টনার মনোনীত করেছে বাফুফে। প্রাইম ব্যাংক রেটিং দাবায় জিয়া শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়’ ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও শওকত হোসেন পল্লব, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সোহেল চৌধুরী, উতেন, প্রিতম প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জের মোকাদ্দেসুর রহমান খান সোহান ও আমদাদুল কবীর চৌধুরী। সোমবার ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া উতেনকে, শাকিল হাসান মেমোরিয়াল চেস ক্লাবের এনায়েত হোসেনকে, ইমন সাইফ পাওয়াটেক চেস ক্লাবের সিরাজুল কবীরকে, পল্লব প্রিতম-প্রিজম চেসের অনতা চৌধুরীকে হারান।
×