ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় আজারেঙ্কা-কারবারের

প্রকাশিত: ০৫:৩৪, ৫ জানুয়ারি ২০১৬

জয় আজারেঙ্কা-কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, এ্যাঞ্জেলিক কারবার, সামান্থা স্টোসার, বেলিন্ডা বেনচিচ এবং রবার্টা ভিঞ্চির মতো তারকারা। বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা দ্বিতীয় পর্বে ৬-২ এবং ৬-০ গেমে হারিয়েছেন রাশিয়ার এলিনা ভেসনিনাকে। জার্মানির চতুর্থ বাছাই এ্যাঞ্জেলিক কারবার ৫-৭, ৬-৩ এবং ৬-০ গেমে হারিয়েছেন ইতালির ক্যামিলা জর্জিকে। অস্ট্রেলিয়ার সাবেক নাম্বার ওয়ান তারকা সামান্থা স্টোসার সোমবার ৬-৪, ৩-৬ এবং ৬-৪ গেমে হারিয়েছেন সেøাভাকিয়ার জানা চেপেলোভাকে। স্পেনের ষষ্ঠ বাছাই কার্লা সুয়ারেজ নাভারো ৬-১ এবং ৬-২ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার অবাছাই এ্যাজলা টোলজানোভিচকে। তাছাড়া সুইজাল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ইতালির সারা ইরানি এবং রবার্টা ভিঞ্চি সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে হারিয়ে চমক উপহার দেন। ইতালিয়ান টেনিস তারকা রবার্টা ভিঞ্চির গত মৌসুমটা বেশ ভালই কেটেছে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড়দের হারিয়েছেন তিনি। তবে বড় চমকটা উপহার দেন মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনে। টুর্নামেন্টের সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ইতালিয়ান এই টেনিস তারকা। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। মূলত তারই প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচনা করা হয় ব্রিসবেন টেনিস টুর্নামেন্টকে। এবারের এই আসরে সেরা তারকা হিসেবে খেলছেন মারিয়া শারাপোভা। তাছাড়া টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। এবারও তার লক্ষ্য শিরোপা ধরে রাখা। এ বিষয়ে এক সাক্ষাতকারে রাশিয়ান গ্ল্যামার গার্ল বলেন, ‘প্রকৃতপক্ষে আমি নিজেকে কারও সঙ্গে তুলনা করতে পছন্দ করি না। তবে আমি সবসময়ই বিভিন্ন পরিস্থিতি কিংবা বিভিন্ন অবস্থানে নিজেকে ভিন্নভাবে উপভোগ করতেই পছন্দ করি। গত মৌসুমে এখানে চ্যাম্পিয়ন হিসেবে আসিনি। তবে এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যেই কোর্টে নামছি। এই অনুভূতিটা আমার কাছে বিশেষ। এখানে আসলে নিঃসন্দেহেই আমার অতীত সুখ স্মৃতিগুলো মনে পড়ে।’ সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসøাম জিতেছেন মারিয়া শারাপোভা। যার শেষটি ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেনে। কিন্তু গত মৌসুমে ব্রিসবেন ছাড়া খুব ভাল সাফল্য নেই তার ঝুলিতে। তবে গত মৌসুমের ব্যর্থতা থেকে বেরিয়ে এসে এবার সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। সেজন্য এই মৌসুমে বড় বড় টুর্নামেন্টগুলোর দিকেই বেশি মনোযোগী এই রুশ সুন্দরী। সেক্ষেত্রে চার গ্র্যান্ডসøাম টুর্নাসেন্ট ছাড়াও শারাপোভা দৃষ্টি রাখছেন রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে। এ বিষয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, ‘এই মৌসুমে আমি সুনির্দিষ্ট কিছু ইভেন্টে বেশি গুরুত্ব দেব এবং সে অনুযায়ী পরিশ্রম করব। আমি ভেবেই রেখেছি যে এবার নিজেকে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর জন্য তৈরি করব। গত মৌসুম থেকে আমি অনেক ইতিবাচক বিষয়ে শিক্ষা লাভ করেছি। বিশেষ করে ফেড কাপ থেকে। যেখানে আমি দীর্ঘদিন পর কোর্টে ফিরি এবং আত্মবিশ্বাস আর সুস্থভাবেই খেলতে পারি।’ শারাপোভা ছাড়াও এখানে খেলছেন ডোমিনিকা সিবুলকোভা। গত মৌসুমটা যার মোটেই ভাল কাটেনি। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছিলেন তিনি। আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামসের কাছে হেরে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। তবে এবার সেরেনার মুখোমুখি হতে নারাজ এই সেøাভাকিয়ান তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘গত মৌসুমে আমার স্বপ্নগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিল সে। সে আসলেই একজন কিংবদন্তি খেলোয়াড়।’
×