ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিয়া নেতার মৃত্যুদ- কার্যকরের পর উপসাগরে তীব্র উত্তেজনা ;###;ইরাকে দুটি সুন্নি মসজিদে বোমা হামলা;###;ইরান-সৌদি মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার;###;আরব লীগের জরুরী বৈঠক আহ্বান

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব বাহরাইন সুদান

প্রকাশিত: ০৫:১৯, ৫ জানুয়ারি ২০১৬

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব বাহরাইন সুদান

নাজিম মাহমুদ ॥ শিয়া মুসলিমদের ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরের শিরুচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ইরান-সৌদি আরবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার বাগদাদের সৌদি দূতাবাসে রকেট হামলা হয়েছে। সৌদি আরবের পর তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের অপর প্রভাবশালী দেশ বাহরাইন। একই পথ অনুসরণ করেছে সংযুক্ত আরব-আমিরাত ও সুদান। ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমনের ঘোষণা দিয়েছে আমিরাত। এই উভয় দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন রাষ্ট্রদূত পর্যায়ের পরিবর্তে শার্জ দ্য এ্যাফেয়ার্স পর্যায় পর্যন্ত পৌঁছেছে। ইরানী কূটনীতিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাইরাইন ত্যাগ করতে বলেছে দেশটি। আফ্রিকার মুসলিম দেশ সুদান ও তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। সোমবার এক ঘোষণায় খার্তুম বলেছে, আমরা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবের অনুরোধে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। ইরান-সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছেদের ঢেউ লেগেছে আন্তর্জাতিক তেল বাজারে। সোমবার এক লাফে তেলের দাম বেড়েছে। বেড়ে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৪ সেন্টে। দাম বেড়েছে সোনা ও রুবলের। জার্মানীর ভাইস চ্যান্সেলর সিগমার গ্রাব্রিয়েল সৌদি আরবের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, রিয়াদ দুই দিন আগে শিয়া নেতাসহ ৪৭ জনের মুত্যুদ- কার্যকর করায় বার্লিণ তেলসমৃদ্ধ দেশটিতে অস্ত্র রফতানির বিষয় পুনরায় ভেবে দেখতে পারে। খবর এএফপি, বিবিসি, আলজাজিরা, গালফ নিউজ ও খালিজ টাইমসের। সোমবারও তেহরানে হাজার হাজার নারী-পুরুষ সৌদি আরববিরোধী বিক্ষোভে অংশ নেয়। এ সময় শেখ নিমর আল-নিমরের ফাঁসির ঘটনায় সৌদি আরববিরোধী নানা সেøাগান দেয় তারা। এ সময় অনেকে শেখ নিমরকে ‘বীর’ আখ্যা দেয়। শনিবার তেহরানের সৌদি দূতাবাস জ্বালিয়ে দেয়ার পর রবিবার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। এরপরই ইরান থেকে কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরব। সোমবার তেহরান দূতাবাস ছেড়ে দেশে পৌঁছেছে সৌদি কূটনীতিকরা। এরপর একই দিন সৌদিতে অবস্থানরত ইরানী কূটনীতিকদের সৌদি আরব ত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে রিয়াদ। এদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান-সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মস্কো। চলমান পরিস্থিতিতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। আর চলমান উত্তেজনা প্রশমনে ইরান-সৌদি আরবকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জার্মানি। ফ্রান্সও উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ইরান-সৌদি আরবের মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে ইরাকে দুটি সুন্নি মসজিদে বোমা হামলা চালিয়েছে সামরিক পোশাক পরিহিত একদল লোক। পাশাপাশি মসজিদের এক মুয়াজ্জিনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির ইস্কানদারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার বাগদাদে হাজার হাজার লোক এক বিক্ষোভে অংশ নেন। সোমবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের হিলা প্রদেশের একটি সুন্নি মসজিদে বোমা হামলা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, সোমবার মধ্যরাতে বাকেরলি এলাকার আম্বার বিন ইয়াসের মসজিদ এবং হিলার বাইরে সিনজার গ্রামে আল-ফাতাহ মসজিদে বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় সামরিক পোশাক পরিহিত ৪ লোক জড়িত ছিল। একই সময় পাশের অন্তত ১০টি বাড়িতে আগুন দেয়া হয়। এসব ঘটনায় ৪ জন লোক আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে। স্থানীয় এক কাউন্সিলর জানান, নিহত মুয়াজ্জিনের নাম মোহাম্মাদ আব্দাল্লাহ জাবুরি। নিজ বাড়ির পাশে তার ওপর চোরাগোপ্তা হামলা হয়। তবে সুন্নি মসজিদে হামলাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এ ঘটনার পর এক টুইটার বার্তায় তিনি বলেছেন, আমরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারি না। আমি এই ঘটনায় জড়িত অপরাধীদের খুঁজে বের করতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছি। ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে সেদেশে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে বাহরাইন বলেছে, ইরান প্রকাশ্যে বিপজ্জনকভাবে’ উপসাগরীয় ও আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। বাহরাইনের শাসকগোষ্ঠী সুন্নি। তবে দেশটিতে শিয়াপন্থী জনগণ সংগ্যাগরিষ্ঠ। ইরান-সৌদি আরবের মধ্যকার চলমান সম্পর্ক প্রশমনে মধ্যস্থতাকারী প্রস্তাব দিয়ে সোমবার রাশিয়া বলেছে, দেশ দুটির মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে আমরা কার্যকরী ভূমিকা রাখতে চাই। আমরা সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর এবং ইরানী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে আলোচনার টেবিলে বসাতে উদ্যোগ নিতে চাই। এ সময় সৌদি আরব এবং ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র। ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, ইরান অস্ত্র বিতরণ করছে এবং এই অঞ্চলে একটি সন্ত্রাসী সেল তৈরি করছে। বিষয়টি নেতিবাচক ও আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা। আর এ কারণেই আমরা ইরানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছি। তাই ইরানের কূটনৈতিক মিশন, দূতাবাস, কনসুলেট এবং এই সংক্রান্ত অফিসের সকল কর্মকর্তাকে দুই দিনের মধ্যে ইরান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে ইরান বলছে, সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে শীর্ষ শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদ- দেয়ার মতো বড় ধরনের ভুল থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে পারবে না। সোমবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহাইনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সৌদি আরব বিশ্বকে একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদ- কার্যকরের বিষয়টি ভুলিয়ে দিতে পারবে না।’ শনিবার শেখ নিমর আল-নিমর ও আরও ৪৬ জনের মৃত্যুদ-াদেশ কার্যকর করে সৌদি আরব। সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের মৃত্যুদ- কার্যকর করা হয়।
×