ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেতন স্কেলের বৈষম্য নিরসন দাবিতে দু’ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৮:০০, ৪ জানুয়ারি ২০১৬

বেতন স্কেলের বৈষম্য নিরসন দাবিতে দু’ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি ॥ বেতন স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি সপ্তাহব্যাপী প্রতিদিন দু’ঘণ্টার কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তারা এই কর্মসূচী পালন করবে। একইসঙ্গে এ সময়ে কাল ব্যাজও ধারণ করা হবে। জাতীয় বেতনস্কেলের মাধ্যমে সরকারী চাকরিতে সৃষ্ট বৈষম্য এবং বিদ্যমান অন্যান্য বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়। রবিবার কৃষিবিদ ইনস্টিটিউট সভা কক্ষে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির আহ্বায়ক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় জাতীয় বেতনস্কেল ২০১৫ তে প্রথম শ্রেণীর সরকারী চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার কর্মকর্তাদের অষ্টম গ্রেড ও ননক্যাডার কর্মকর্তাদের জন্য নবম গ্রেড নির্ধারণ করায় আবারও তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় উদ্বেগ জানানো হয় যে, এ ব্যবস্থা গোটা জাতির জন্য ভয়ানক বিপর্যায় ডেকে আনবে। বিভিন্ন বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠান, বিদ্যুত, সড়ক অবকাঠামো নির্মাণসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাধারণত মেধাবীরাই যোগদান করে থাকে, যারা ননক্যাডার কর্মকর্তা। মেধা ও যোগ্যতার মাপকাঠিতে কোনভাবেই ননক্যাডার কর্মকর্তাগণ নিম্নমানের নয়।
×