ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সড়ক অবরোধ বিক্ষোভ

ভোট ডাকাতির অভিযোগ

প্রকাশিত: ০৫:৫২, ৪ জানুয়ারি ২০১৬

ভোট ডাকাতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ জানুয়ারি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাশহুদুল কবীরের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনে রবিবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন ভায়া মহাসড়ক অবরোধ, উপজেলা কার্যালয় ঘেরাও এবং ব্যাপক বিক্ষোভ প্রদর্শনসহ এই কর্মকর্তার অপসারণ দাবি করেছে উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগ নেতৃবৃন্দের অভিযোগ, সদ্য সমাপ্ত চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদ নির্বাচন কমিশন ক্ষমতা প্রাপ্ত হয়ে ভোট ডাকাতি করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নাজিম উদ্দিন শামছুকে (ধানের ছড়া) বিজয়ী করতে সহায়তা করেছেন। এতে পরাজিত হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম রুবেল (নৌকা)। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধের কর্মসূচীর ডাক দেয়। রবিবার দুপুরে এই কর্মসূচী পালনকালে ঢাকা-সিলেট পুরাতন ভায়া মহাসড়ক সংলগ্ন থানা গেটের সম্মুখে পুলিশ বাধা দেয়। এতে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে উঠে। শুরু হয় মুহুর্মুহু সেøাগান। দাবি করায় ভোট ডাকাতিতে জড়িত থাকায় ইউএনও’র অপসারণ ও বিচার। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইউএনও’র বিরুদ্ধে নানা সেøাগান দিয়ে তার উদ্দেশ্যে হাত উঁচিয়ে স্ব স্ব জুতা প্রদর্শন করে। প্রায় দু’ঘণ্টাব্যাপী এই অবস্থা চলতে থাকলে পুলিশ তাদের সামাল দিতে না পারায় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×