ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০১৭ সাফ সুজুকি কাপ বাংলাদেশে

প্রকাশিত: ০৪:৩৯, ৩ জানুয়ারি ২০১৬

২০১৭ সাফ সুজুকি কাপ বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ সুজুকি কাপ) পরবর্তী (দ্বাদশ) আসরটি অনুষ্ঠিত হবে বাংলাদেশেই ২০১৭ সালে। এ ছাড়া আগস্টে ভারতে অনুষ্ঠিত হবে মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর আগে দুইবার এই আসরটি (২০০৩ এবং ২০০৯) আয়োজন করেছিল বাংলাদেশ। শনিবার ভারতের ত্রিবান্দ্রামে সাফের (দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন) নির্বাহী কমিটির সভা শেষে ২০১৭ সালের আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকে চূড়ান্ত করা হয়। ২০১৭ সালের ডিসেম্বরে সাফের দ্বাদশ আসর শুরু হবে জানিয়ে সংস্থাটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, মালদ্বীপ ও ভুটান আয়োজক হতে চেয়েছিল। পরে ভুটান নাম প্রত্যাহার করে। সভায় উপস্থিত সদস্যদের মধ্যে মালদ্বীপের বিষয়টিও আলোচনা হয়েছে। আলাপ-আলোচনা আর ডব্লিউএইচজির (ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ) মতামতের ভিত্তিতে বাংলাদেশকেই বেছে নেয়া হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দুইজন প্রতিনিধির সাফের নির্বাহী কমিটির সভায় থাকার কথা ছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপের ব্যস্ততার কারণে প্রতিনিধিরা যেতে পারেননি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ জাতীয় হকি দল চূড়ান্ত এসএ গেমস স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বাদশ আসরে অংশ নেয়া উপলক্ষে শনিবার বাংলাদেশ জাতীয় হকি দলের নাম ঘোষণা করেছেন দলের কোচ মাহবুব হারুন। দলে আছেন ১৮ খেলোয়াড় এবং ৪ স্ট্যান্ডবাই খেলোয়াড়। বাংলাদেশ হকি দলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ডিফেন্ডার, সাবেক অধিনায়ক ও ‘পেনাল্টি কর্নার’ স্পেশালিস্ট মামুনুর রহমান চয়নের ঠাঁই হয়নি জাতীয় দলে। এ ছাড়া নতুন অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে মিডফিল্ডার সারোয়ার হোসেনকে। প্রায় দেড় মাস ধরে অনুশীলন করছে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। চয়ন নিয়মতিই দলের সঙ্গে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলে থাকতে পারলেন না চূড়ান্ত দলে। এ প্রসঙ্গে কোচ মাহবুব হারুন বলেন, ‘কে তারকা, কে বিশেষজ্ঞÑ এসব আমি বিবেচনা করিনি। আমি দেখেছি ফিটনেস এবং যার যা দায়িত্ব। আর ফিটনেসেও ঘাটতি রয়েছে চয়নের। এ ছাড়া পেনাল্টি কর্নারে তার আগের যে দক্ষতা, সেটি এখন আর নেই। আমি সেরা খেলোয়াড়দের নিয়েই দলগঠন করেছি।’ ২০১০ সালে নিজ দেশে অনুষ্ঠিত এসএ গেমসে স্বাগতিক বাংলাদেশ তাম্রপদক অর্জন করেছিল। সোনা এবং রূপা জিতেছিল যথাক্রমে পাকিস্তান ও ভারত। বাংলাদেশ হকি দল ॥ অসীম গোপ (সহকারী অধিনায়ক), জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, সারোয়ার হোসেন (অধিনায়ক), হাসান যুবায়ের নিলয়, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, মইনুল ইসলাম, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণ কুমার দাস, স্ট্যান্ডবাই: আবু সাইদ নিপ্পন, বেলাল হোসেন, নাঈম উদ্দিন ও দ্বীন ইসলাম ইমন; ম্যানেজার : মাহবুব এহসান রানা, সহকারী ম্যানেজার : মোফাজ্জল হোসেন; প্রধান কোচ : মাহবুব হারুন এবং সহকারী কোচ : তারিকউজ্জামান নান্নু।
×